leadT1ad

চট্টগ্রামে শিবির সভাপতি

অন্য দলের নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে নষ্ট হচ্ছে জুলাই ঐক্য

জাহিদুল ইসলাম বলেন, ‘অন্য দলগুলোর কিছু নেতার উদাসীনতা, শিশুসুলভ আচরণ, অপরিপক্বতা, অভিজ্ঞতার ঘাটতি, রাজনীতিকে যেভাবে ধারণ করার কথা সেভাবে না করায় জুলাইয়ের পক্ষের শক্তির মধ্যে এসব অনৈক্য তৈরি করছে।’

স্ট্রিম প্রতিবেদকচট্টগ্রাম
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২০: ৪৩
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। স্ট্রিম ছবি

অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে গড়ে ওঠা ‘জুলাই ঐক্য’ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম।

আজ রবিবার (১০ আগস্ট) দুপুরে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তর আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জাহিদুল ইসলাম এসব কথা বলেন। চট্টগ্রাম শহরের একটি কমিউনিটি সেন্টারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।

জাহিদুল ইসলাম বলেছেন, ‘অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে নষ্ট হচ্ছে জুলাই ঐক্য। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী আওয়ামী লীগই এর বেনিফিশারি হবে।’

জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এখনও পর্যন্ত তিক্ততা তৈরি করে এমন কোনো বক্তব্য বা বিবৃতি দিয়েছি– এটা কেউ দেখাতে পারবে না। কিন্তু অন্য ছাত্র সংগঠনগুলোর নেতারা ১০ মিনিট বক্তব্য দিলে সেখানে ৯ মিনিট শিবিরকে নিয়ে কথা বলেন। …অন্য দলগুলোর কিছু নেতার উদাসীনতা, শিশুসুলভ আচরণ, অপরিপক্বতা, অভিজ্ঞতার ঘাটতি, রাজনীতিকে যেভাবে ধারণ করার কথা, সেভাবে না করায় জুলাইয়ের পক্ষের শক্তির মধ্যে এসব অনৈক্য তৈরি করছে।’

শিবির সভাপতি বলেন, ‘পতিত ফ্যাসিস্টরা বসে নেই। সবাই তো হেলিকপ্টরে পালাতে পারেনি। বড় একটা অংশ দেশে এবং একটা অংশ বাইরে আছে। তারা লুটপাটের অর্থ অরাজকতার কাজে ব্যবহার করছে। গোপালগঞ্জে প্রশাসনের অনেক কর্মকর্তাসহ সাবেক এমপিরা বিনিয়োগ করে এই (সহিংসতা) ঘটনা ঘটিয়েছে। আমাদের মধ্যে যত অনৈক্য তৈরি হবে, তারা তত সুযোগ নেবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হল পর্যায়ে ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধের দাবির বিষয়ে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা ট্রমায় ভুগছেন। আমরা একটি ইন্টারনাল সার্ভে (অভ্যন্তরীণ জরিপ) করেছি ঢাবিতে। সেখানে দেখা গেছে, শতকরা ৮০ ভাগ শিক্ষার্থী রাজনীতি চান না। কেননা বিগত দিনে ছাত্রলীগ এই হল রাজনীতি করেই শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে, বৈষম্য করেছে, টর্চার সেল বানিয়েছে। তাই আমরা শিক্ষার্থীদের এই মতামতকে সম্মান জানিয়ে বলতে চাই, আমরা হল রাজনীতি করব না। আমরা শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস রাজনীতি করব।’

শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী উত্তর ছাত্রশিবিরের সভাপতি তানজীর হোসেন জুয়েল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কমিশনের এশিয়ান প্রতিনিধি আশিকুর রহমান, শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসাবিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবীর, মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম প্রমুখ।

Ad 300x250

জুলাই হত্যার বিচারে ‘ক্যাঙারু কোর্ট’-এর পুনরাবৃত্তি হবে না: প্রেস সচিব

শিবির উপস্থিত থাকায় উপাচার্যের সঙ্গে বৈঠক থেকে ওয়াক আউট বামপন্থীদের একাংশের

এনসিপিসহ নতুন ১৬ দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মী, পদে আছেন হত্যা মামলার আসামিও

উৎসবের ছোঁয়া লাগলেও অভ্যুত্থান-পরবর্তী সময় বাংলাদেশের জন্য এখনো কঠিন

সম্পর্কিত