স্ট্রিম প্রতিবেদক
এখনো বরাদ্দ দেওয়া হয়নি এমন ৫০টি প্রতীকের তালিকা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এক চিঠির মাধ্যমে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য থেকে একটি প্রতীক বেছে নিয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে ইসিকে জানানোর অনুরোধ করা হয়েছে। তবে ইসির দেওয়া তালিকায় নেই এনসিপির চাওয়া শাপলা, সাদা শাপলা কিংবা লাল শাপলা। এ সংক্রান্ত একটি চিঠি গত ৩০ সেপ্টেম্বর এনসিপির আহ্বায়ক বরাবর পাঠিয়েছেন ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম।
ইসির পাঠানো তালিকায় লাউ, চিংড়ি, হাঁস, তবলা, কলা, বেগুনসহ প্রতীকের মধ্যে রয়েছে— আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, থালা-বাটি, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, বক, মোরগ, তরমুজ, বাঁশি, কলস, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ ও হেলিকপ্টার।
ওই চিঠিতে বলা হয়েছে, এনসিপির নিবন্ধনের আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করে এনসিপি। নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ অনুযায়ী ‘শাপলা’ প্রতীক হিসেবে ইসির তালিকায় নেই। দলটির নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন পরিচালনা বিধিমালায় উল্লিখিত প্রতীকের তালিকা হতে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নিবন্ধন পায় নাগরিক ঐক্য। দলটি প্রতীক হিসেবে পায় কেটলি। তবে তারা শাপলা বা দোয়েল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করে। অন্যদিকে, নতুন নিবন্ধনের অপেক্ষায় থাকা এনসিপিও শাপলা প্রতীক দাবি করায় ইসির সামনে তৈরি হয় নতুন জটিলতা।
গত ২৫ সেপ্টেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এনসিপি শাপলা চেয়েছে। এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য, তারা প্রথম চেয়েছিল। নাগরিক ঐক্যকে শাপলা দিইনি আমরা।’
এদিকে, আজ বৃহস্পতিবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিলে কোন মামলা করবেন না তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেছেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোন মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব। আমরা যেহেতু আগে আবেদন করেছি; যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়া হয়, সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য।’
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন স্ট্রিমকে বলেন, ‘প্রতীক হিসেবে শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প মেনে নেওয়া হবে না। শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা নেই। আমরা অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না। আমাদের বিশ্বাস, কমিশন আমাদের সঙ্গে ইচ্ছাকৃত আচরণ করছে। কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে এবং অন্য একটি দলের নির্দেশে কাজ করছে বলেই আমাদের শাপলা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’
এখনো বরাদ্দ দেওয়া হয়নি এমন ৫০টি প্রতীকের তালিকা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এক চিঠির মাধ্যমে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য থেকে একটি প্রতীক বেছে নিয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে ইসিকে জানানোর অনুরোধ করা হয়েছে। তবে ইসির দেওয়া তালিকায় নেই এনসিপির চাওয়া শাপলা, সাদা শাপলা কিংবা লাল শাপলা। এ সংক্রান্ত একটি চিঠি গত ৩০ সেপ্টেম্বর এনসিপির আহ্বায়ক বরাবর পাঠিয়েছেন ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম।
ইসির পাঠানো তালিকায় লাউ, চিংড়ি, হাঁস, তবলা, কলা, বেগুনসহ প্রতীকের মধ্যে রয়েছে— আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, থালা-বাটি, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, বক, মোরগ, তরমুজ, বাঁশি, কলস, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ ও হেলিকপ্টার।
ওই চিঠিতে বলা হয়েছে, এনসিপির নিবন্ধনের আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করে এনসিপি। নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ অনুযায়ী ‘শাপলা’ প্রতীক হিসেবে ইসির তালিকায় নেই। দলটির নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন পরিচালনা বিধিমালায় উল্লিখিত প্রতীকের তালিকা হতে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নিবন্ধন পায় নাগরিক ঐক্য। দলটি প্রতীক হিসেবে পায় কেটলি। তবে তারা শাপলা বা দোয়েল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করে। অন্যদিকে, নতুন নিবন্ধনের অপেক্ষায় থাকা এনসিপিও শাপলা প্রতীক দাবি করায় ইসির সামনে তৈরি হয় নতুন জটিলতা।
গত ২৫ সেপ্টেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এনসিপি শাপলা চেয়েছে। এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য, তারা প্রথম চেয়েছিল। নাগরিক ঐক্যকে শাপলা দিইনি আমরা।’
এদিকে, আজ বৃহস্পতিবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিলে কোন মামলা করবেন না তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেছেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোন মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব। আমরা যেহেতু আগে আবেদন করেছি; যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়া হয়, সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য।’
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন স্ট্রিমকে বলেন, ‘প্রতীক হিসেবে শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প মেনে নেওয়া হবে না। শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা নেই। আমরা অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না। আমাদের বিশ্বাস, কমিশন আমাদের সঙ্গে ইচ্ছাকৃত আচরণ করছে। কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে এবং অন্য একটি দলের নির্দেশে কাজ করছে বলেই আমাদের শাপলা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’
গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় দখলদার ইসরাইলের ন্যক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
৫ ঘণ্টা আগেজাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তাঁর সফর সঙ্গীরা। ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাও ছিলেন। বিমানবন্দরে তাঁদের সংবাদ সম্মেলন করার কথা থাকল
৯ ঘণ্টা আগেউৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে দুর্গোৎসব উদ্যাপন করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনারা নিরাপদে আনন্দ উদ্যাপন করুন। সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার স
১ দিন আগেসাময়িকভাবে স্থগিত হওয়া আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালু হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
১ দিন আগে