leadT1ad

মঙ্গলবার পল্টনে লাখ লাখ মানুষের সমাগম হবে: আট দল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২০: ৪৬
সংবাদ সম্মেলনে আট দলের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। স্ট্রিম ছবি

পাঁচ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতসহ সমমনা আট দল। পল্টন মোড়ে ডাক দেওয়া এই সমাবেশে লাখ লাখ মানুষের সমাগম হবে বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছে দলগুলো।

আজ সোমবার (১০ নভেম্বর) পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করে আট দল। ঐক্যমত কমিশনের সুপারিশের আলোকে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া এবং নির্বাচনের আগে গণভোট আয়োজন করাসহ পাঁচ দফা দাবিতে পূর্ব ঘোষিত আগামীকালের এই সমাবেশের প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়।

এ সময় আট দলের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি জানান, ৮ দলের যুগপৎ আন্দোলনের পঞ্চম পর্বের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, ‘আগামীকাল আমরা আশা করছি, এই কর্মসূচির মাধ্যমে দেশ ও জাতি একটা পরিষ্কার নির্দেশনা পাবে। সরকারও এখান থেকে একটা মেসেজ পাবে।’

এরপরে তিনি বলেন, ‘আগামীকাল হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশা আল্লাহ। পল্টন মোড়ের দক্ষিণ পাশেই আমরা একটা স্টেজ করব। স্টেজে নেতারা থাকবেন। মোড় থেকে প্রেসক্লাব, নাইটেঙ্গেল, দৈনিক বাংলা থেকে মতিঝিল, নয়া পল্টন থেকে কাকরাইল, প্রেসক্লাব হয়ে মৎস ভবন পর্যন্ত লোকে লোকারণ্য হবে এটা আমাদের প্রত্যাশা।’ এটা এক মহাসমাবেশে রূপ নেবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

একদিকে নির্বাচন, আরেকদিকে ঐকমত্য কমিশনের আলোচনার মাঝে রাজপথে আন্দোলনের কারণ ব্যাখ্যা করে সংবাদ সম্মেলনে বলা হয়, এইসব কিছুকে একটি প্যাকেজ হিসেবে দেখছে আট দল। ঐকমত্য কমিশন একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছিল বলেই দলগুলো আন্দোলনে নেমে এসেছিল বলেও উল্লেখ করা হয় এসময়।

সংবাদ সম্মেলনের একক বক্তা হামিদুর রহমান আযাদ জানান, তাঁদের এই সমাবেশে শুধু রাজধানী ও আশেপাশের এলাকার মানুষ অংশ নেবেন। তিনি বলেন, ‘আমরা সারা দেশভিত্তিক সমাবেশের কর্মসূচি দিতে পারতাম, আমরা সরকারকে বোঝাতে চাই, রাজধানীর কর্মসূচিতেই যদি এত মানুষ হয় সারাদেশের কর্মসূচিতে কত মানুষ হবে।’

এর পরেও দাবি মানা না হলে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

কর্মদিবসে পল্টন ও আশেপাশের এলাকা ভীষণ ব্যস্ত থাকে। এদিন সমাবেশ হলে জনদুর্ভোগ আরও বেড়ে যায় জানিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে হামিদুর রহমান আযাদ বলেন, এটি তাদের একটি চলমান আন্দোলন। কর্মদিবসে বেলা ২টা থেকে ৪টায় ওই এলাকায় মানুষ কম থাকে, তাই ট্রাফিক পুলিশ সক্রিয় থাকলে কোনো সমস্যা হবে না।

এতদিন আট দল অভিন্ন দাবিতে পৃথক মঞ্চ ও ব্যানারে আন্দোলন করে এলেও আগামীকাল এক মঞ্চে সমাবেশ করবে। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা মঞ্চে থাকবেন।

Ad 300x250

সম্পর্কিত