leadT1ad

৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি শুরু আগামীকাল

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০৩
মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি: জামায়াতের সৌজন্যে

জুলাই সনদের আইনি ভিত্তি ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল বুধবার থেকে ১২ অক্টোবর পর্যন্ত কর্মসূচি দিয়েছে দলটি। একই সময়ে আরও ছয়টি রাজনৈতিক দলও বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে জামায়াত।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৫ দফার পক্ষে জনমত গঠনে কাজ করবে দলটি। ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশের সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা। ১১ অক্টোবর কোনো কর্মসূচি দেয়নি দলটি।

প্রায় অভিন্ন কয়েকটি দাবি আদায়ে সেপ্টেম্বরেও তিন দিনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সাতটি রাজনৈতিক দল। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী লীগ সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে দলগুলো এই কর্মসূচি পালন করে।

এসব প্রসঙ্গ উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সরকারের কাছে দুইটি প্রস্তাব দিয়েছে। প্রথমত জুলাই জাতীয় সনদের জন্য ‘সংবিধান আদেশ’ জারি করা, দ্বিতীয়ত এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বে গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা। সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আমরা মনে করি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মূসা প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত