leadT1ad

রাজধানীতে ঝটিকা মিছিল: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদিনব্যাপী পরিচালিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ১৩১ জনকে আটক করা হয়।

এর মধ্যে উত্তরা পূর্ব থানায় ৬ জন, উত্তরা পশ্চিমে ২ জন, গুলশানে ২৪ জন, খিলক্ষেতে ৪ জন, ক্যান্টনমেন্টে ৩ জন, ধানমন্ডিতে ৬ জন, নিউমার্কেটে ৬ জন, শাহবাগে ৩ জন, মোহাম্মদপুরে ৮ জন, হাতিরঝিলে ১ জন, পল্টনে ৬ জন, মতিঝিলে ৪০ জন এবং ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম ২২ জনকে গ্রেপ্তার করে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত