স্ট্রিম প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন—মো. পারভেজ (২৭) ও তাঁর স্ত্রী কাকলি আক্তার (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দম্পতির হেফাজত থেকে আব্দুল হাদি নূর নামে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের পর মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক থেকে পারভেজ-কাকলি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজতেই শিশুটি ছিল।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচর থানার আলীনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। একই বাসার একটি কক্ষে সাবলেট হিসেবে পারভেজ ও কাকলি থাকতেন।
গত ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে আবু সায়েমের স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় ওই দম্পতি অজ্ঞাত আরও দু-তিনজনের সহায়তায় তাঁদের চার বছর বয়সী ছেলে আব্দুল হাদি নূরকে অপহরণ করে। পরে অপহরণকারীরা ‘ইমো’ অ্যাপের মাধ্যমে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটিকে ফেরত পাওয়ার আশায় প্রথমে তাঁরা অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান। এরপরও মুক্তিপণ দাবি অব্যাহত রাখে অপহরণকারীরা।
এ ঘটনায় শিশুটির বাবা আবু সায়েম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন।
পরে লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপকমিশনার (অপরাধ), সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন—মো. পারভেজ (২৭) ও তাঁর স্ত্রী কাকলি আক্তার (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দম্পতির হেফাজত থেকে আব্দুল হাদি নূর নামে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের পর মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক থেকে পারভেজ-কাকলি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজতেই শিশুটি ছিল।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচর থানার আলীনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। একই বাসার একটি কক্ষে সাবলেট হিসেবে পারভেজ ও কাকলি থাকতেন।
গত ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে আবু সায়েমের স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় ওই দম্পতি অজ্ঞাত আরও দু-তিনজনের সহায়তায় তাঁদের চার বছর বয়সী ছেলে আব্দুল হাদি নূরকে অপহরণ করে। পরে অপহরণকারীরা ‘ইমো’ অ্যাপের মাধ্যমে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটিকে ফেরত পাওয়ার আশায় প্রথমে তাঁরা অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান। এরপরও মুক্তিপণ দাবি অব্যাহত রাখে অপহরণকারীরা।
এ ঘটনায় শিশুটির বাবা আবু সায়েম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন।
পরে লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপকমিশনার (অপরাধ), সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনায় অসুস্থ হওয়া কিশোর তানভীর (১৪)। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীরচর কয়লারঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেদেশে বর্তমানে ৩০৭টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে সক্রিয়ভাবে উৎপাদনে আছে প্রায় ২৫০টি কোম্পানি। বাপির প্রাথমিক জরিপে প্রাপ্ত তথ্যানুযায়ী, শুধু শীর্ষ ৪৫টি কোম্পানিরই প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে।
৩ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক খবরকে ‘একেবারেই গুজব’ বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, কাতারের শ্রমবাজার যথারীতি চালু আছে এবং এ ধরনের মিথ্যা তথ্য মহলবিশেষের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
৩ ঘণ্টা আগেচলতি বছরের ১ অক্টোবর লিবিয়া প্রবাসী মো. হাসান আশরাফ (সামায়ূন) ওরফে হাসান মোল্লা নামে একজনের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও ফুটেজ থেকে ঘটনা সামনে আসা শুরু হয়। হাসানের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে।
৩ ঘণ্টা আগে