leadT1ad

অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিএনপির প্রেস ব্রিফিং। ভিডিও থেকে নেওয়া ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে এসেছিলাম। আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন ছিল, বিশেষ করে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সংসদ নির্বাচনকে অর্থবহ নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্তে যা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভমেন্ট বলতে আমরা যা বুঝাই তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে নিয়ে যেতে হবে।

মির্জা ফখরুল বলেন, সেই জন্য প্রথমে যে বিষয়টি প্রয়োজন হবে, প্রশাসন যে পুরোপুরিভাবে নিরপেক্ষ তার ব্যাপারে জনগণের মধ্যে ধারণা তেরি করতে হবে। বিশেষ করে যারা সেক্রেটারিয়েটে আছে, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট দোসর বলা হয় তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা নেওয়ার জন্য আমরা বলেছি। আমরা বলেছি প্রশাসনেও, বিশেষ করে জেলা প্রশাসনেও একইভাবে ব্যবস্থা গ্রহণের কথা বলেছি।

Ad 300x250

সম্পর্কিত