স্ট্রিম প্রতিবেদক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ‘সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
আজ রোববার (১২ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক আদেশে মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়। তার এক ঘণ্টা পর তিনি নিজের ফেসবুকে সব ফাস করে দেওয়ার হুমকি দেন।
এনসিপির দেওয়া অব্যাহতি আদেশে বলা হয়েছে, মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। সেই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
আদেশে আরও বলা হয়েছে, অব্যাহতি আজ থেকে কার্যকর হবে এবং কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য বলা হয়েছে।
অন্যদিকে আজ রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মুনতাসির মাহমুদ লিখেছেন, 'আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে। জুলাইয়ে গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।'
রাত ১০টার দিকে আরেকটি পোস্টে মুনতাসির দাবি করেছেন, তিনি পুলিশের হামলায় শারীরিকভাবে অসুস্থ। প্রমাণ নষ্ট করার জন্য তাঁকে গুম করা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'আমাকে হয়তো এখন প্রমাণ নষ্ট করার জন্য গুম করা হতে পারে। আমার ফোনে চার্জ নাই। আমি সময় নিয়ে সব প্রমাণ ফাঁস করব।'
ঠিক কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে জানতে চাইলে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্ট্রিমকে বলেন, 'অভিযোগের বিষয়টা দলের অভ্যন্তরীণ বিষয়। কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি ছাড়া এটা কেউ অবগত না। যে অভিযোগই থাকুক না কেন, শৃঙ্খলা কমিটি সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'
অব্যাহতিপ্রাপ্ত মুনতাসির মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ দিকে আজ দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মুনতাসির মাহমুদ। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তোলেন তিনি। সেখানে একদল লোক নিয়ে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে ঢুকে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ‘সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
আজ রোববার (১২ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক আদেশে মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়। তার এক ঘণ্টা পর তিনি নিজের ফেসবুকে সব ফাস করে দেওয়ার হুমকি দেন।
এনসিপির দেওয়া অব্যাহতি আদেশে বলা হয়েছে, মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। সেই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
আদেশে আরও বলা হয়েছে, অব্যাহতি আজ থেকে কার্যকর হবে এবং কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য বলা হয়েছে।
অন্যদিকে আজ রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মুনতাসির মাহমুদ লিখেছেন, 'আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে। জুলাইয়ে গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।'
রাত ১০টার দিকে আরেকটি পোস্টে মুনতাসির দাবি করেছেন, তিনি পুলিশের হামলায় শারীরিকভাবে অসুস্থ। প্রমাণ নষ্ট করার জন্য তাঁকে গুম করা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'আমাকে হয়তো এখন প্রমাণ নষ্ট করার জন্য গুম করা হতে পারে। আমার ফোনে চার্জ নাই। আমি সময় নিয়ে সব প্রমাণ ফাঁস করব।'
ঠিক কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে জানতে চাইলে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্ট্রিমকে বলেন, 'অভিযোগের বিষয়টা দলের অভ্যন্তরীণ বিষয়। কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি ছাড়া এটা কেউ অবগত না। যে অভিযোগই থাকুক না কেন, শৃঙ্খলা কমিটি সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'
অব্যাহতিপ্রাপ্ত মুনতাসির মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ দিকে আজ দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মুনতাসির মাহমুদ। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তোলেন তিনি। সেখানে একদল লোক নিয়ে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে ঢুকে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা থাকবে। এছাড়া নির্বাচনের দিন নিরাপত্তায় নিয়োজিত থাকবে একাধিক বাহিনী।
৪ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য শত শত কোটি টাকার গাড়ি কেনার বাজেট থাকলেও শিক্ষকদের ভাতার জন্য গেলে তারা বলে তাদের কাছে টাকা নেই। অথচ প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছিয়েছেন।
৫ ঘণ্টা আগেশাপলা প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
৬ ঘণ্টা আগেপিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৭ ঘণ্টা আগে