নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে ‘শাপলা কলি’সহ চার প্রতীক যুক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনে নতুন প্রতীক যুক্ত করাকে প্রাথমিক বিজয় বলছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটি এখনও শাপলার দাবি থেকে সরেনি।
ইসির প্রজ্ঞাপনের প্রতিক্রিয়ায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন স্ট্রিমকে বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের জানিয়েছিল তারা নতুন কোনো প্রতীক তফসিলে যুক্ত করবে না। সেখানে নতুন চারটি প্রতীক যুক্ত করেছে। এটিকে আমরা প্রাথমিক বিজয় হিসেবে দেখছি। ঠিক কী কারণে শাপলা দেওয়া হবে না, তা আমরা ইসির কাছে জানতে চাইব। আমরা মনে করি, শাপলা কলি দিলে শাপলাও দেওয়া যাবে।’
তিনি বলেন, নির্বাচন কমিশনকে একটি নিয়মের মধ্যে চলতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের স্বেচ্ছাচারিতা কাম্য নয়।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন শাপলা কলিসহ যেসব প্রতীক যুক্ত করেছে, তা কিসের ভিত্তিতে, আমরা জানি না। শাপলা প্রশ্নে এখনও আমরা আপসহীন। কমিশনকে অবশ্যই শাপলা যুক্ত করে নতুন গেজেট দিতে হবে। এর ব্যতিক্রম কিছু হলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে শাপলার দাবি আদায় করা হবে।
গত ২৪ সেপ্টেম্বর ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ করে এনসিপিকে এর থেকে যেকোনো একটি পছন্দ করতে বলেছিল ইসি। তবে এনসিপির শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানের মধ্যে আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ১১৯ প্রতীকের তালিকা দিল ইসি।
নতুন প্রতীকের বিষয়ে এনসিপির মিডিয়া সেলবিষয়ক সম্পাদক মুশফিক উস সালেহীন স্ট্রিমকে বলেন, ‘কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে নির্বাচন কমিশন প্রতীক অন্তর্ভুক্ত করে, তা আমাদের জানতে হবে। ক্রাইটেরিয়া না থাকলে এ বিষয়ে নীতিমালা করা জরুরি। নিজের ইচ্ছামতো নির্বাচন কমিশন চলতে পারে না।’
গত ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় নির্বাচন কমিশনে। এতে শাপলা, কলম ও মোবাইল ফোন– তিনটি প্রতীক প্রস্তাব ছিল। পরে ৩ আগস্ট পছন্দ সংশোধন করে শাপলা চায় এনসিপি।
তাদের এ আবেদনের পর গত ২৭ সেপ্টেম্বর বর্তমান তফসিলে ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে ওই প্রতীক বরাদ্দের কোনো সুযোগ নেই বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজকের বরাদ্দকৃত ১১৯ তালিকায় ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।