leadT1ad

মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দুর্বৃত্তদের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২২: ২৫
পাংশার তারাপুর কবরস্থানে আগুনে পুড়ে যাওয়া স্থান। সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের ওয়াক্তে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে গোরস্থানে আগুন দেখতে পান। এরপর মসজিদের মাইকে প্রচার করা হলে স্থানীয়রা এসে আগুন নেভান। আগুন লাগার স্থানে পেট্রলের গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের তত্ত্বাধায়ক শহিদুল ইসলাম বলেন, ‘আমি ফজরের আযান দেওয়ার জন্য যাওয়ার কবরস্থানে আগুন দেখতে পাই। মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হিফজখানার ছাত্ররা এসে আগুন নেভায়। এখানে বিদ্যুতের কোনো সংযোগ নেই। এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড।’

তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহ্বায়ক সমশের আলী। তিনি বলেন, ‘এটা স্বাধীনতাবিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, এটা তারা করেছে।’

তারাপুর ঈদগাহ ও গোরস্থানের সেক্রেটারি নুরুল আলম বলেন, ‘এটা সত্যি ন্যক্কারজনক ঘটনা। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। গোরস্থান কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হবে।’

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, ‘ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল হক বলেন, ‘পুড়ে যাওয়া সীমানা বেড়া দ্রুত সংস্কার করা হবে। আগুন লাগানোর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

Ad 300x250

সম্পর্কিত