leadT1ad

হাসিনার লকার শূন্য, পরিবারের দুটিতে ১০ কেজি স্বর্ণালংকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজধানীতে দুটি ব্যাংকের লকার খোলার পর স্বর্ণালংকার পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংগৃহীত ছবি

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের যৌথ মালিকানাধীন ব্যাংক লকার থেকে প্রায় ১০ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার রাজধানীতে দুটি ব্যাংকের লকার খোলার পর ওই স্বর্ণালংকার পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে শেখ হাসিনার একক নামে থাকা একটি লকারে পাওয়া গেছে শুধু একটি খালি পাটের ব্যাগ।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী পুনঃযাচাই ও অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। ২০০৯ সালে দাখিল কার সম্পদ বিবরণীতে শেখ হাসিনা এই তিনটি লকার থাকার ঘোষণা দিয়েছিলেন। আদালতের আদেশে গতকাল বিচারিক হাকিম, এনবিআর প্রতিনিধি, স্বর্ণ বিশেষজ্ঞ ও দুদক কর্মকর্তাদের উপস্থিতিতে পূবালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকে থাকা লকারগুলো খোলা হয়।

শেখ হাসিনার লকার থেকে উদ্বারকৃত স্বর্ণালঙ্কার। সংগৃহীত ছবি
শেখ হাসিনার লকার থেকে উদ্বারকৃত স্বর্ণালঙ্কার। সংগৃহীত ছবি

উদ্ধার করা সম্পদ বিশ্লেষণে দেখা যায়, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলের যৌথ নামে থাকা ৭৫১/বড়/১৯৬ নম্বর লকারে ৪ হাজার ৯২৩ দশমিক ৬০ গ্রাম স্বর্ণালংকার ছিল। একই শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর যৌথ নামের ৭৫৩/বড়/২০০ নম্বর লকারে পাওয়া যায় ৪ হাজার ৭৮৩ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণালংকার। দুটি লকার মিলিয়ে উদ্ধার হয়েছে ৯ হাজার ৭০৭ দশমিক ১৬ গ্রাম স্বর্ণ।

তবে পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার একক নামের ১২৮ নম্বর লকারটিতে কোনো মূল্যবান ধাতু ছিল না। সেখানে মিলেছে কেবল একটি খালি পাটের ব্যাগ।

এদিকে লকারের ভেতর স্বর্ণালংকারের পাশাপাশি কিছু চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। তাঁরা জানান, লকারে রক্ষিত চিরকুট ও মালপত্রের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিকী ববি এই স্বর্ণালংকারের মালিক। উদ্ধার করা স্বর্ণালংকারের ইনভেন্টরি প্রস্তুত করে তা সংশ্লিষ্ট ব্যাংক শাখার ব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়েছে। স্বর্ণকারের মাধ্যমে দাম নির্ধারণ এবং সুনির্দিষ্ট মালিকানা যাচাই শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত