leadT1ad

দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৯: ৪৮
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদ সম্মেলন করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। স্ট্রিম ছবি

নির্বাচন কমিশনের (ইসি) সবশেষ হালনাগাদ তথ্যে দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ নিয়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বলেও জানান তিনি।

আখতার আহমেদ জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা সবশেষ হালনাগাদ করা হয়। এই দুই মাসে নতুন ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। চূড়ান্ত ভোটার তালিকার খসড়া অনুযায়ী এখন দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

ভোটার দাবি ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকায় সামান্য পরিবর্তন হতে পারে জানিয়ে ইসির এই কর্মকর্তা বলেন, ‘১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন নতুন অন্তর্ভুক্ত হয়েছে। দাবি-আপত্তি মূলত এই নতুন অন্তর্ভুক্তদের ক্ষেত্রেই বেশি আসবে। আগের তালিকা তো বহু আগেই চূড়ান্ত ছিল।’

প্রবাসী ভোটার নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি কর্মকর্তা জানান, অনলাইনে প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য একটি অ্যাপ এখন ‘ট্রায়াল ফেজে’ রয়েছে। আগামী ১৬ নভেম্বর এটি গুগল প্লে-স্টোর ও অ্যাপ স্টোরে রিলিজের লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর বিশ্বের যেকোনো স্থান থেকেই এনআইডিধারী ১৮ বছরের অধিক বয়সী প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। আর বর্তমানে ১১টি দূতাবাসের ২১টি স্টেশনে সরাসরি নিবন্ধন কার্যক্রম চলছে।

এদিকে সবশেষ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অনীহা জানান ইসি সচিব। তিনি বলেন, বিষয়টি এখন আইন মন্ত্রণালয়ে। ইসি চূড়ান্ত মতামতের অপেক্ষায় রয়েছে।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সিনিয়র এ সচিব জানান, শেষ পর্যায়ের পর্যালোচনা চলছে। আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।

নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি আলোচনার বিষয়ে তিনি বলেন, ইসি এ বিষয়ে আরপিও এবং আচরণবিধি সম্পর্কিত গেজেটের অপেক্ষায় আছে। গেজেট হয়ে গেলেই ইসি এই প্রক্রিয়া এগিয়ে নেবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত