বৃহস্পতিবার প্রকাশিত এক গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে ইসি। এই সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। সেই সঙ্গে হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর-৪ জাতীয় সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন কেটে পাশের ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার দিকে ১২ ঘণ্টা অবরোধের পর কর্মসূচি আজকের মতো স্থগিত করেছেন তাঁরা। তবে কাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে আবারও এই কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে।
এদিকে অবরোধ তুলে নেওয়ার পর ধীর গতিতে চলতে শুরু করেছে যানবাহন। এতে আটকে থাকা যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। খাবার, পানি ও ভোগান্তির মধ্যে দীর্ঘ সময় আটকে থাকার পর গন্তব্যে রওনা হন তাঁরা।
বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড; ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় মহাসড়ক দুটি অবরোধ করেন ওই দুইটি ইউনিয়নের লোকজন। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাক পিকাপ মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার কথা হলেও মূল দাবি থেকে সরে আসেননি আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, স্থানীয় লোকজন প্রশাসন সিদ্ধান্ত মেনে নেবে না। আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি, তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে তারা কখনো আপস করবেন না। প্রয়োজনে দিনের পর দিন বসে থেকে মহাসড়ক আটকে রাখবেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ‘প্রায় ১২ ঘণ্টা পর তিনটি মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় স্বাভাবিক হতে সময় লাগবে। আগামীকাল সকাল থেকে আবারও অবরোধ কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীদের মাধ্যমে জানতে পেরেছি।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী এবং হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।
ফরিদপুর-৪ জাতীয় সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন কেটে পাশের ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার দিকে ১২ ঘণ্টা অবরোধের পর কর্মসূচি আজকের মতো স্থগিত করেছেন তাঁরা। তবে কাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে আবারও এই কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে।
এদিকে অবরোধ তুলে নেওয়ার পর ধীর গতিতে চলতে শুরু করেছে যানবাহন। এতে আটকে থাকা যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। খাবার, পানি ও ভোগান্তির মধ্যে দীর্ঘ সময় আটকে থাকার পর গন্তব্যে রওনা হন তাঁরা।
বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড; ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় মহাসড়ক দুটি অবরোধ করেন ওই দুইটি ইউনিয়নের লোকজন। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাক পিকাপ মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার কথা হলেও মূল দাবি থেকে সরে আসেননি আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, স্থানীয় লোকজন প্রশাসন সিদ্ধান্ত মেনে নেবে না। আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি, তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে তারা কখনো আপস করবেন না। প্রয়োজনে দিনের পর দিন বসে থেকে মহাসড়ক আটকে রাখবেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ‘প্রায় ১২ ঘণ্টা পর তিনটি মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় স্বাভাবিক হতে সময় লাগবে। আগামীকাল সকাল থেকে আবারও অবরোধ কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীদের মাধ্যমে জানতে পেরেছি।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী এবং হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়দের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
২৬ মিনিট আগেশারদীয় দুর্গাপূজার সঙ্গে ‘গাঁজা ও মদ’কে জড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
২ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সদস্যদের রাতভর অবরুদ্ধ করে রাখেন তাঁর সমর্থক ও প্যানেলের অন্য প্রার্থীরা।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষ হয়েছে। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকপদসহ (এজিএস) ডাকসুতে পদ আছে ২৮টি। এই ২৮ পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। এই নির্বাচন ও ফলাফল ঘিরে শিক্ষার্থীদের
৩ ঘণ্টা আগে