.png)

স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই-৩৬’ হলের শিক্ষার্থীরা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন। ফেসবুকে নারী শিক্ষার্থীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ উল্লেখ করে মন্তব্য করার পর এই আন্দোলন শুরু হয়।
গতকাল বুধবার রাতে হলের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘নারীদের বুলিং করে, প্রশাসন কী করে?’ এবং ‘ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভকারীরা তিন দফা দাবি জানান— ‘আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা’, ‘ক্যাম্পাসে সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন’ এবং ‘নারীদের নিয়ে অশালীন মন্তব্যকারীদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা’।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাত্রী বলেন, ‘২০২৫ সালেও নারীরা সাইবার বুলিং ও নির্যাতনের শিকার হচ্ছে। ভয়ের কারণে অনেকে নির্বাচনে অংশ নিতে দ্বিধা করছেন। কিছুদিন আগে রহমাতুন্নেছা হলের ছাত্রীদের অপমান করা হয়েছিল। এবার জুলাই-৩৬ হলের ৯১ জন ছাত্রীকে হেয় করা হলো। প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি—এমন মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
অভিযোগ ওঠার পর বুধবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহ মখ্দুম হল শাখার সহসভাপতি আনিসুর রহমান মিলনের পদ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
উল্লেখ্য, রাবির ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করায় সোমবার (১ সেপ্টেম্বর) ৯১ জন ছাত্রীকে প্রকাশ্যে নোটিশ দিয়ে তলব করেছিলেন হল প্রাধ্যক্ষ। নোটিশটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তা প্রত্যাহার করে হল প্রশাসন।
এই বিষয়ে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে এক ফেসবুক গ্রুপে করা এক পোস্টের কমেন্টে ওই ৯১ জন ছাত্রীকে বিনা পারিশ্রমিক ‘যৌনকর্মী’ বলে আখ্যায়িত করেছিলেন রাবির শাহ মাখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই-৩৬’ হলের শিক্ষার্থীরা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন। ফেসবুকে নারী শিক্ষার্থীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ উল্লেখ করে মন্তব্য করার পর এই আন্দোলন শুরু হয়।
গতকাল বুধবার রাতে হলের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘নারীদের বুলিং করে, প্রশাসন কী করে?’ এবং ‘ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভকারীরা তিন দফা দাবি জানান— ‘আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা’, ‘ক্যাম্পাসে সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন’ এবং ‘নারীদের নিয়ে অশালীন মন্তব্যকারীদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা’।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাত্রী বলেন, ‘২০২৫ সালেও নারীরা সাইবার বুলিং ও নির্যাতনের শিকার হচ্ছে। ভয়ের কারণে অনেকে নির্বাচনে অংশ নিতে দ্বিধা করছেন। কিছুদিন আগে রহমাতুন্নেছা হলের ছাত্রীদের অপমান করা হয়েছিল। এবার জুলাই-৩৬ হলের ৯১ জন ছাত্রীকে হেয় করা হলো। প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি—এমন মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
অভিযোগ ওঠার পর বুধবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহ মখ্দুম হল শাখার সহসভাপতি আনিসুর রহমান মিলনের পদ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
উল্লেখ্য, রাবির ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করায় সোমবার (১ সেপ্টেম্বর) ৯১ জন ছাত্রীকে প্রকাশ্যে নোটিশ দিয়ে তলব করেছিলেন হল প্রাধ্যক্ষ। নোটিশটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তা প্রত্যাহার করে হল প্রশাসন।
এই বিষয়ে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে এক ফেসবুক গ্রুপে করা এক পোস্টের কমেন্টে ওই ৯১ জন ছাত্রীকে বিনা পারিশ্রমিক ‘যৌনকর্মী’ বলে আখ্যায়িত করেছিলেন রাবির শাহ মাখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।
.png)

বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ২০২৫ আসর শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়।
৬ মিনিট আগে
জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও পুলিশসহ
১৪ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা জেলা পুলিশের এই তল্লাশি কার্যক্রম চলতে দেখা যায়।
২২ মিনিট আগে
গোপালগঞ্জের গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের একটি পিক-আপভ্যানের বেশ কিছু অংশ।
৩০ মিনিট আগে