leadT1ad

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ছাড়তে হবে হল

স্ট্রিম সংবাদদাতা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০: ০১
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০: ২৫
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ছাড়তে হবে হল। স্ট্রিম ছবি

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিরাগত ব্যক্তিদের হামলার পর এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক জি এম মুজিবর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের আগামীকাল (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।

অধ্যাপক জি এম মুজিবর রহমান বলেন, 'উদ্ভূত পরিস্থিতিতে কোনোমতেই বিশ্ববিদ্যালয় খোলা রাখা ঠিক হবে না। সিন্ডিকেট সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকৃবি প্রশাসন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে।'

Ad 300x250

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ এক হলো কেন

তারেক রহমানের দেশে ফেরা তাঁর নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাবি শিক্ষকদের নিয়ে গঠিত হচ্ছে স্বতন্ত্র পর্যবেক্ষক প্যানেল

ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি, পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারবেন না শিক্ষার্থী-শিক্ষকেরাও

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে জিডি করা লাগবে না

সম্পর্কিত