leadT1ad

উত্তরায়–বিমান–বিধ্বস্ত /মিলেছে সেই রাইসা মনির খোঁজ, তবে সে আর বেঁচে নেই

স্ট্রিম সংবাদদাতাফরিদপুর
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৯: ৩৬
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৮: ০১
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি(১১) নিখোঁজ ছিল। অবশেষে খুঁজে পাওয়া গেছে তাকে। তবে সে আর বেঁচে নেই। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ও হাসপাতালে খোঁজ-খবরের পর ঢাকা সিএম এইচ হাসপাতালে তার পোড়া মরদেহের সন্ধান পেয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিহত রাইসা মনির চাচা ইমদাদুল শেখ। এর আগে বিকেলে ঢাকা সিএমএইস হাসপাতালে নিহত রাইসার মরদেহ শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, রাইসা মনির খোঁজ পাওয়া গেছে। তবে সে আর জীবিত নেই। তাঁর বাবা নিজের মেয়ের মরদেহ শনাক্ত করেছেন। রাইসা মনি তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তাঁর বড় বোন ও ছোট একটি ভাই রয়েছে। রাইসার মরদেহ খুঁজে পেয়ে তাঁর পরিবারে শোকের মাতম চলছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাইসা মনির চাচা ইমদাদুল শেখ বলেন, রাইসা মনির মরদেহ সিএমএইচ থেকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের নমুনা রেখে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হলে আজই গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের নিয়ে যাওয়া হবে। এখানেই তাঁকে দাফন করা হবে।

Ad 300x250

বদরুদ্দীর উমরের জবানবন্দিতে মুজিব, হাসিনা, আ.লীগ ও ভারত প্রসঙ্গ

‘গ্রেটার ইসরায়েল’ বাস্তবায়ন আরেক ধাপ এগুলো কি

ব্রিটিশ মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, স্বরাষ্ট্রমন্ত্রী হলেন পাকিস্তানি বংশদ্ভুত শাবানা

শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শহীদ মিনারে রাখা হবে বদরুদ্দীন উমরের মরদেহ

ভোলায় পরকীয়ার অভিযোগে নারীকে গাছে বেঁধে, গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪

সম্পর্কিত