.png)

স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুনরায় পোষ্য কোটা চালু করার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতের দিকে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে রাজনৈতিক দলসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
রাকসু নির্বাচনের ঠিক আগে বাতিল হওয়া কোটা পুনর্বহালকে অধিকাংশ শিক্ষার্থী রাকসু বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর)বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় পোষ্য কোটা পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ জানান, ১৮-২০ সেপ্টেম্বরের মধ্যে কোটা পুনরায় না হলে তারা পূর্ণ কর্মবিরতিতে যাবেন। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সুবিধা গ্রহণের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানই আবেদন করতে পারবেন। এ ছাড়া মেধা, ন্যূনতম পাস নম্বর এবং বিভাগভিত্তিক সীমাবদ্ধতা মানা বাধ্যতামূলক। অনিয়ম প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ অভিভাবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি এবং আসন্ন রাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, 'ক্যাম্পাসের রাকসু যাঁরা বানচাল করতে চান, তাঁরা খুবই সক্রিয়। যখন তাঁরা দেখছেন রাকসু নির্বাচন হয়েই যাচ্ছে, তখন তাঁরা একটি সম্পূর্ণ মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে আসছেন। যেখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ত্রিমুখী অবস্থান করছেন।'
এ ছাড়াও মোস্তাকুর রহমান জাহিদ সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে পোষ্য কোটা পুনরায় ফিরিয়ে না আনা এবং ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানান।
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাবি সাবেক সমন্বয় ফাহিম রেজা বলেন, 'প্রাতিষ্ঠানিক সুবিধা' বা অন্য যে নামেই পোষ্য কোটাকে ডাকা হোক না কেন তা পোষ্য কোটা।
পোষ্য কোটা বহালের প্রশ্নে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, এটা মনে হচ্ছে রাকসু বানচালের ষড়যন্ত্র। শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ে কেউ কোনো অন্যায্য সুবিধা ভোগ করতে পারবে না।
ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী নাফিউল জীবন বলেন, 'অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই পোষ্য কোটা বাতিল করতে হবে, যদি আজকের মধ্যে বাতিল না করা হয়, তবে আগামীকাল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই আন্দোলন আরো বেগবান করা হবে।'
উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুরোপুরি পোষ্য কোটা বাতিল করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুনরায় পোষ্য কোটা চালু করার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতের দিকে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে রাজনৈতিক দলসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
রাকসু নির্বাচনের ঠিক আগে বাতিল হওয়া কোটা পুনর্বহালকে অধিকাংশ শিক্ষার্থী রাকসু বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর)বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় পোষ্য কোটা পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ জানান, ১৮-২০ সেপ্টেম্বরের মধ্যে কোটা পুনরায় না হলে তারা পূর্ণ কর্মবিরতিতে যাবেন। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সুবিধা গ্রহণের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানই আবেদন করতে পারবেন। এ ছাড়া মেধা, ন্যূনতম পাস নম্বর এবং বিভাগভিত্তিক সীমাবদ্ধতা মানা বাধ্যতামূলক। অনিয়ম প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ অভিভাবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি এবং আসন্ন রাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, 'ক্যাম্পাসের রাকসু যাঁরা বানচাল করতে চান, তাঁরা খুবই সক্রিয়। যখন তাঁরা দেখছেন রাকসু নির্বাচন হয়েই যাচ্ছে, তখন তাঁরা একটি সম্পূর্ণ মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে আসছেন। যেখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ত্রিমুখী অবস্থান করছেন।'
এ ছাড়াও মোস্তাকুর রহমান জাহিদ সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে পোষ্য কোটা পুনরায় ফিরিয়ে না আনা এবং ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানান।
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাবি সাবেক সমন্বয় ফাহিম রেজা বলেন, 'প্রাতিষ্ঠানিক সুবিধা' বা অন্য যে নামেই পোষ্য কোটাকে ডাকা হোক না কেন তা পোষ্য কোটা।
পোষ্য কোটা বহালের প্রশ্নে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, এটা মনে হচ্ছে রাকসু বানচালের ষড়যন্ত্র। শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ে কেউ কোনো অন্যায্য সুবিধা ভোগ করতে পারবে না।
ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী নাফিউল জীবন বলেন, 'অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই পোষ্য কোটা বাতিল করতে হবে, যদি আজকের মধ্যে বাতিল না করা হয়, তবে আগামীকাল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই আন্দোলন আরো বেগবান করা হবে।'
উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুরোপুরি পোষ্য কোটা বাতিল করা হয়।
.png)

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে থাকা শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ প্রয়োজনীয় মেরামত করে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগে
তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সময় দুজনকে আটক করেছে রেলওয়ে থানা-পুলিশ। আজ বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে পিকআপ ভ্যান থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সম্ভাব্য অরাজকতা ও তৎপরতার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লাঠি হাতে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে