leadT1ad

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। সংগৃহীত ছবি

গত আগস্ট মাসে দেশের গণমাধ্যমে মোট ৪৯৭টি সড়ক দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে। এ সব সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ২৩২ জন।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনার সঙ্গে রেল ও নৌপথের দুর্ঘটনা যোগ করলে মোট সংখ্যা হবে ৫৫২। যার মধ্যে রেলপথে ৩৪টি এবং নৌপথে ২১টি দুর্ঘটনায়। সড়ক, রেল ও নৌপথে মোট নিহতের সংখ্যা ৫৬৩। আহত হয়েছেন ১২৬১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে, সংখ্যার হিসাবে ১৩২টি। নিহত হয়েছে ১২৮ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, ১৫টি।

দুর্ঘটনাগুলোতে ২৬ শতাংশ মোটরসাইকেল, ২৫ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫ শতাংশ বাস, ১৩ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক। বাদবাকি দুর্ঘটনার সঙ্গে ছিল সিএনজিচালিত অটোরিক্সা, নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, কার-জিপ-মাইক্রোবাস।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে, বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশের বিভিন্ন সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিক্সা, সিএনজি অটোরিক্সা, নসিমন-করিমন অবাধে চলাচল, জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, সড়কে মিডিয়ান বা রোড ডিভাইডার না থাকা, সড়কে গাছপালায় অন্ধ-বাঁকের সৃষ্টি, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহনের কারণে এ সব দুর্ঘটনা ঘটেছে।

Ad 300x250

সম্পর্কিত