স্ট্রিম প্রতিবেদক

গত আগস্ট মাসে দেশের গণমাধ্যমে মোট ৪৯৭টি সড়ক দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে। এ সব সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ২৩২ জন।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনার সঙ্গে রেল ও নৌপথের দুর্ঘটনা যোগ করলে মোট সংখ্যা হবে ৫৫২। যার মধ্যে রেলপথে ৩৪টি এবং নৌপথে ২১টি দুর্ঘটনায়। সড়ক, রেল ও নৌপথে মোট নিহতের সংখ্যা ৫৬৩। আহত হয়েছেন ১২৬১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে, সংখ্যার হিসাবে ১৩২টি। নিহত হয়েছে ১২৮ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, ১৫টি।
দুর্ঘটনাগুলোতে ২৬ শতাংশ মোটরসাইকেল, ২৫ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫ শতাংশ বাস, ১৩ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক। বাদবাকি দুর্ঘটনার সঙ্গে ছিল সিএনজিচালিত অটোরিক্সা, নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, কার-জিপ-মাইক্রোবাস।
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে, বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশের বিভিন্ন সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিক্সা, সিএনজি অটোরিক্সা, নসিমন-করিমন অবাধে চলাচল, জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, সড়কে মিডিয়ান বা রোড ডিভাইডার না থাকা, সড়কে গাছপালায় অন্ধ-বাঁকের সৃষ্টি, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহনের কারণে এ সব দুর্ঘটনা ঘটেছে।

গত আগস্ট মাসে দেশের গণমাধ্যমে মোট ৪৯৭টি সড়ক দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে। এ সব সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ২৩২ জন।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনার সঙ্গে রেল ও নৌপথের দুর্ঘটনা যোগ করলে মোট সংখ্যা হবে ৫৫২। যার মধ্যে রেলপথে ৩৪টি এবং নৌপথে ২১টি দুর্ঘটনায়। সড়ক, রেল ও নৌপথে মোট নিহতের সংখ্যা ৫৬৩। আহত হয়েছেন ১২৬১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে, সংখ্যার হিসাবে ১৩২টি। নিহত হয়েছে ১২৮ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, ১৫টি।
দুর্ঘটনাগুলোতে ২৬ শতাংশ মোটরসাইকেল, ২৫ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫ শতাংশ বাস, ১৩ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক। বাদবাকি দুর্ঘটনার সঙ্গে ছিল সিএনজিচালিত অটোরিক্সা, নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, কার-জিপ-মাইক্রোবাস।
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে, বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশের বিভিন্ন সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিক্সা, সিএনজি অটোরিক্সা, নসিমন-করিমন অবাধে চলাচল, জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, সড়কে মিডিয়ান বা রোড ডিভাইডার না থাকা, সড়কে গাছপালায় অন্ধ-বাঁকের সৃষ্টি, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহনের কারণে এ সব দুর্ঘটনা ঘটেছে।

অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে 'চুদলিং পং' কমেন্ট করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্যে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
বাবা বাসা থেকে বের হন সকাল ৭টায়। আর ৭টা ১৫ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকে চারদিন আগে কাজ নেওয়া আয়েশা নাম বলা ছুটা গৃহকর্মী। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস আর মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয় এক নারী।
৭ ঘণ্টা আগে