leadT1ad

সিলেটের নতুন ডিসি সেই সারওয়ার আলম, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই দিনে জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়।

স্ট্রিম সংবাদদাতাসিলেট
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২২: ২৬
মো. সারওয়ার আলম। ছবি: সংগৃহীত

সিলেটের সাদা-পাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের আলোচনার মধ্যেই বদল হচ্ছেন জেলা প্রশাসক (ডিসি)। সেখানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন ভেজালবিরোধী অভিযানসহ বিভিন্ন উদ্যোগে আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম। সোমবার (১৮ আগস্ট) তাঁকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এদিকে একই দিনে জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। সোমবার বিকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজিজুন্নাহারকে কোম্পানীগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাওরয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ও আলোচিত হন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) পদে দায়িত্ব পালন করছিলেন।

আলোচিত সরওয়ার আলম

সারওয়ার আলম ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০২১ সালের ৭ মার্চ প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান ৩৫৮ কর্মকর্তা। পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল বিসিএসের ২৭তম ব্যাচ। এ ব্যাচের প্রশাসন ক্যাডারের ২৪০ জনকে (ইকোনমিক ক্যাডার বিলুপ্ত হওয়ায় প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়া কর্মকর্তাসহ) পদোন্নতি দেওয়া হয়। কিন্তু সে সময় মো. সারোয়ার আলমের নাম পদোন্নতির তালিকায় ছিল না।

এ নিয়ে মন্তব্য করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। একে ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে লঘুদণ্ড হিসেবে তিরস্কার করা হয়। তার আগে ওই ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণের’ অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় একটি মামলা হয়। পরে এ বিষয়ে তদন্ত হয়েছিল।

এর আগে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অসাধারণভাবে কাজ করছিলেন সারওয়ার আলম। এর মধ্যেই ২০২০ সালের ৯ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

রাজধানীর বিভিন্ন ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন সারওয়ার আলম। করোনা মহামারির মধ্যে কয়েকটি হাসপাতালে ভুয়া করোনা টেস্টের বিরুদ্ধে অভিযান করেও প্রশংসা পান। সর্বশেষ সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযানে নেতৃত্ব দিয়ে আবারও আলোচনায় আসেন এই নির্বাহী হাকিম।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতনের পর আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত সারোয়ার আলমসহ ১১৭ কর্মকর্তাকে উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।

ইউএনও আজিজুন্নাহারকে ঘিরে সমালোচনা

আজিজুন্নাহার চলতি বছরের ১৪ জানুয়ারি কোম্পানীগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন। সেই সময় থেকে উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর ‘লুটপাট’ শুরু হয়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়।

কোম্পানিগঞ্জ থেকে বদলি হওয়া ইউএনও আজিজুন্নাহার। সংগৃহীত ছবি
কোম্পানিগঞ্জ থেকে বদলি হওয়া ইউএনও আজিজুন্নাহার। সংগৃহীত ছবি

আজিজুন্নাহারের বিরুদ্ধে পাথর লুট ঠেকাতে ব্যর্থতা ও উদাসীনতার অভিযোগ করেছেন স্থানীয়রা। সমালোচনার মুখে ১২ অগাস্ট সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে ইউএনও আজিজুন্নাহারকে সদস্য রাখা হয়। যার বিরুদ্ধে লুটপাট ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে, তাকে কমিটিতে রাখায় জনমনে প্রশ্ন ওঠে।

গত বছরের ৫ অগাস্টের পর থেকেই লুটপাটের শিকার হয় ভোলাগঞ্জের সাদা পাথর এবং এর পাশের ১০ একরের রেলওয়ে বাঙ্কার। শুরুর দিকে রাতে লুট হলেও সম্প্রতি দিনে-রাতে সব সময়ই হয়েছে। এতে একেবারে পাথর শূন্য হয়ে পড়েছে পর্যটন এলাকাটি। খানাখন্দে পরিণত হয় রেলওয়ে বাঙ্কার।

Ad 300x250

ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ল

আমরা চুনোপুঁটি ধরি, রুই–কাতলা ধরা পড়ে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফজিলাতুন্নেছা হলে ছাত্রদলকে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ

‘অসমাপ্ত আত্মজীবনী’র লেখক কি আসলেই শেখ মুজিবুর রহমান: তথ্য-উপাত্ত কী বলছে

নির্দয় আচরণ চলতে থাকলে মাছ কপাল থেকে হারিয়ে যেতে পারে: ড. ইউনূস

সম্পর্কিত