leadT1ad

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে ‘দুর্বৃত্তের’ আগুন, পুড়ে গেছে নথিপত্র

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

গ্রামীণ ব্যাংকের শাখা ভবনে আগুন দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার চান্দুরা এলাকায় চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া টাকার ভোল্টেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিম উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।

আগুনে পুড়েছে বেশ কিছু নথিপত্র। স্ট্রিম ছবি
আগুনে পুড়েছে বেশ কিছু নথিপত্র। স্ট্রিম ছবি

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, কেউ আগুন দিয়েছে নাকি কোনভাবে আগুন লেগেছে, সেটি আমরা এখন নিশ্চিত নই। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

Ad 300x250

সম্পর্কিত