leadT1ad

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১: ৫১
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।’

উপদেষ্টা তাঁর পোস্টে জুলুম ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নূতন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন।’

মাহফুজ আলম আরও উল্লেখ করেন, সমাজে ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করা হলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।

মাহফুজ আলমের পোস্টের স্ক্রিনশট
মাহফুজ আলমের পোস্টের স্ক্রিনশট

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সকল ভিন্নমতাবলম্বীদের উপর সবধরনের জুলুম বন্ধ হোক।’

আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ তাঁর পোস্টে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি। তবে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর আজ সকালে মানিকগঞ্জে হামলার ঘটনার পর মাহফুজ এমন পোস্ট দিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত