leadT1ad

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হতে পারে ২৭ মার্চ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৪: ২১
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে পারে আগামী বছরের ২৭ মার্চ। ওইদিন বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশ না করার শর্তে স্ট্রিমকে জানান, ২৭ মার্চ বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে পরবর্তী বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৩ এপ্রিল এ ইউনিট এবং ১০ এপ্রিল সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওই উপাচার্য আরও বলেন, এটি প্রাথমিক সিদ্ধান্ত। পরীক্ষা কমিটি পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

গত বছর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ১৯টি বিশ্ববিদ্যালয় যুক্ত ছিল। নতুন পাঠদানের অনুমতি পাওয়া একাধিক বিশ্ববিদ্যালয় এবার এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।

Ad 300x250

সম্পর্কিত