স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গতকাল রোববার বেলা ১১টার পর আজিমপুর এলাকার দায়রা শরিফ আবাসিক এলাকার ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ ভবনে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে দুইটি বিএমডব্লিউ, একটি নিশান পেট্রোল, একটি প্রোটন, একটি টয়োটা আইএসটি ও একটি টয়োটা রাস জিপ রয়েছে বলে জানা গেছে। গাড়িগুলোর একটি সংসদ সদস্যের লোগোসংবলিত।
অভিযানের সময় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তিনি গাড়িগুলোর মালিকানা ও কাগজপত্র সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘মূলত সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। আমাদের একটি টিমও সেখানে ছিল। তবে এ অভিযান কোন বিষয়ে তা আমরা জানি না।’
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, যৌথবাহিনীর অনুরোধে সহায়তার জন্য পুলিশ দেওয়া হয়েছে। তবে অভিযান কোন কারণে চালানো হচ্ছে, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
বিকেল পৌনে ৫টার দিকে অভিযান শেষ হয়। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন। তাঁর বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমও কারাগারে। আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।
হাজী সেলিম প্রথমবার ১৯৯৬ সালে ঢাকা–৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২০১৪ সালে জয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা–৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন ওঠে। কিছুদিন কারাগারেও ছিলেন।

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গতকাল রোববার বেলা ১১টার পর আজিমপুর এলাকার দায়রা শরিফ আবাসিক এলাকার ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ ভবনে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে দুইটি বিএমডব্লিউ, একটি নিশান পেট্রোল, একটি প্রোটন, একটি টয়োটা আইএসটি ও একটি টয়োটা রাস জিপ রয়েছে বলে জানা গেছে। গাড়িগুলোর একটি সংসদ সদস্যের লোগোসংবলিত।
অভিযানের সময় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তিনি গাড়িগুলোর মালিকানা ও কাগজপত্র সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘মূলত সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। আমাদের একটি টিমও সেখানে ছিল। তবে এ অভিযান কোন বিষয়ে তা আমরা জানি না।’
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, যৌথবাহিনীর অনুরোধে সহায়তার জন্য পুলিশ দেওয়া হয়েছে। তবে অভিযান কোন কারণে চালানো হচ্ছে, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
বিকেল পৌনে ৫টার দিকে অভিযান শেষ হয়। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন। তাঁর বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমও কারাগারে। আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।
হাজী সেলিম প্রথমবার ১৯৯৬ সালে ঢাকা–৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২০১৪ সালে জয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা–৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন ওঠে। কিছুদিন কারাগারেও ছিলেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। নেওয়া হবে কাতার আমিরের পাঠানো কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স করে।
১ ঘণ্টা আগে
আগামী ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। মহান বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এই মেলার আয়োজন করছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
১ ঘণ্টা আগে
দেশের বন, জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত দুটি অধ্যাদেশ পাস করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৫’
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। তাঁর বয়স ৮০ বছর। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বহু দীর্ঘমেয়াদি অসুস্থতা রয়েছে তাঁর।
৩ ঘণ্টা আগে