leadT1ad

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১২
হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গতকাল রোববার বেলা ১১টার পর আজিমপুর এলাকার দায়রা শরিফ আবাসিক এলাকার ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ ভবনে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে দুইটি বিএমডব্লিউ, একটি নিশান পেট্রোল, একটি প্রোটন, একটি টয়োটা আইএসটি ও একটি টয়োটা রাস জিপ রয়েছে বলে জানা গেছে। গাড়িগুলোর একটি সংসদ সদস্যের লোগোসংবলিত।

অভিযানের সময় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তিনি গাড়িগুলোর মালিকানা ও কাগজপত্র সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘মূলত সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। আমাদের একটি টিমও সেখানে ছিল। তবে এ অভিযান কোন বিষয়ে তা আমরা জানি না।’

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, যৌথবাহিনীর অনুরোধে সহায়তার জন্য পুলিশ দেওয়া হয়েছে। তবে অভিযান কোন কারণে চালানো হচ্ছে, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।

বিকেল পৌনে ৫টার দিকে অভিযান শেষ হয়। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন। তাঁর বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমও কারাগারে। আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।

হাজী সেলিম প্রথমবার ১৯৯৬ সালে ঢাকা–৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২০১৪ সালে জয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা–৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন ওঠে। কিছুদিন কারাগারেও ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত