leadT1ad

জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কর্মকর্তারা চ্যালেঞ্জ মোকাবিলা করছেন: আলী ইমাম মজুমদার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২০: ৩৫
আলী ইমাম মজুমদার। সংগৃহীত ছবি

দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দেশের জন্য কাজ করা গৌরবের এবং এই চ্যালেঞ্জটা কাউকে না কাউকে নিতেই হয়।

আজ রোববার (২৩ নভেম্বর) খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে আমন ও বোরো মৌসুমের সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন এবং খাদ্য নিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আমন ও বোরো মৌসুমের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ, দক্ষতা, সততা ও সমন্বয়ের বিচারে খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের মোট ৩১ জন কর্মকর্তা-কর্মচারীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমন মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। আমরা যত বেশি অভ্যন্তরীণ সংগ্রহ করতে পারব, সেটা আমাদের জন্য মঙ্গল। তাহলে খুব বেশি আমদানি করতে হবে না।’

সংগ্রহ অভিযানে কোনো প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য হবে না জানিয়ে আলী ইমাম মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো গুদামে বস্তাবন্দি পঁচা চাল পাওয়া গেলে তা বরদাস্ত করা হবে না। এছাড়া কোনো কৃষক ধান বিক্রির জন্য নিয়ে আসলে তাকে ফেরত দেওয়া যাবে না, শুধুমাত্র ধানের আর্দ্রতার বিষয়টি বিবেচনা করতে হবে।’ এ সময় তিনি সবাইকে দায়িত্ব নিয়ে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত