leadT1ad

রাতে সাভার ও ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮: ২৬
সাভারে বাসে আগুন। স্ট্রিম ছবি

ঢাকার সাভারে বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টার কিছু সময় পর বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। এর ঘণ্টাখানেক আগে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করিয়ে করে রাখা ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী আরেক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই দুই ঘটনায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভারে ক্ষতিগ্রস্ত বাসটির মালিক আমজাদ হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিরুলিয়া বটতলা এলাকায় মীর আক্তার কন্সট্রাকশনের গেইটের কাছে বাসটি পার্কিং করে বাসায় খাবার খেতে যাই। পরে রাত পৌনে ১১টার দিকে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আশপাশের লোকজন বালতিতে করে পানি এনে, বালু দিয়ে বাসের আগুন নিভিয়েছে। আগুনে পুরো বাসটাই পুড়ে গেছে আমার। অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, বাসের মালিক আমজাদ হোসেন বাসটি নিজেই চালান। তার একটিই বাস, ঋণ করে কিনেছেন বলে জানিয়েছেন। রাতে তিনি বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন মীর আক্তার কন্সট্রাকশনের গেইটের সামনে বাসটি রেখে খাবার খেতে যান। এর মধ্যে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি ঘটনাস্থলে রয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, রাত ১০টা নাগাদ ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মহাসড়ক থেকে প্রায় ১০০ গজ ভেতরে একটি আঞ্চলিক সড়কের পাশে পার্কিং অবস্থায় থাকা ডি-লিংক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়। পরে রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নির্বাপণ করে।

ধামরাইয়ে ক্ষতিগ্রস্ত বাস
ধামরাইয়ে ক্ষতিগ্রস্ত বাস

ডি-লিংক বাসের নৈশপ্রহরী ফারুক বলেন, এখানে রাত ১০টার দিকে ঢুলিভিটার দিক থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে এসে তারা প্রথমে ইট মারে এরপর গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা উপজেলা সড়কের দিকে পালিয়ে যায়। আমরা আগুন দেখে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমরাই আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, ‘রাত ১০টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস গান পাউডারের নমুনা দেখতে পাই। ১৫ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘রাত ১০টা ২০ এর দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে লিংক রোডে প্রায় ১০০ গজ দূরে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত