.png)

স্ট্রিম প্রতিবেদক

প্রায় ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন দেওয়া হবে। রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে।
এ অবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের উপরিউল্লেখিত ক্রসিংগুলোসহ আশপাশের এলাকা বা সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এ ডাইভারশনের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় এলাকায় বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্স করা অস্ত্র বহন করতে পারবেন না। এই নিয়ম অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় বলা হয়, আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো সীমিত রাখা হবে। তবে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের (বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি, পরমাণু শক্তি কমিশন) কর্মকর্তা-কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
মেট্রোরেল স্টেশন বন্ধ
এছাড়া সোমবার বিকেল চারটা থেকে আজ সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। শিক্ষার্থীরা শাহবাগ বা সচিবালয় স্টেশন ব্যবহার করে ভোটকেন্দ্রে পৌঁছতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ভোটার শনাক্তকরণ ও পরিচয়পত্র
ভোটকেন্দ্রে প্রবেশের জন্য শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয়পত্র, হল পরিচয়পত্র, গ্রন্থাগার পরিচয়পত্র অথবা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তির পে-স্লিপ দেখাতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ভুয়া ভোটার শনাক্ত করতে এবার পরিচয়পত্রের কিউআর কোড স্ক্যান করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের সার্ভার থেকে ‘ভেরিফায়েড ডাকসু ভোটার’ বার্তা প্রদর্শন করবে। এছাড়া হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষরও যাচাই করা হবে।
ক্যাম্পাসে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি এবং সকলকে তা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করেছে।

প্রায় ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন দেওয়া হবে। রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে।
এ অবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের উপরিউল্লেখিত ক্রসিংগুলোসহ আশপাশের এলাকা বা সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এ ডাইভারশনের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় এলাকায় বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্স করা অস্ত্র বহন করতে পারবেন না। এই নিয়ম অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় বলা হয়, আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো সীমিত রাখা হবে। তবে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের (বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি, পরমাণু শক্তি কমিশন) কর্মকর্তা-কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
মেট্রোরেল স্টেশন বন্ধ
এছাড়া সোমবার বিকেল চারটা থেকে আজ সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। শিক্ষার্থীরা শাহবাগ বা সচিবালয় স্টেশন ব্যবহার করে ভোটকেন্দ্রে পৌঁছতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ভোটার শনাক্তকরণ ও পরিচয়পত্র
ভোটকেন্দ্রে প্রবেশের জন্য শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয়পত্র, হল পরিচয়পত্র, গ্রন্থাগার পরিচয়পত্র অথবা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তির পে-স্লিপ দেখাতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ভুয়া ভোটার শনাক্ত করতে এবার পরিচয়পত্রের কিউআর কোড স্ক্যান করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের সার্ভার থেকে ‘ভেরিফায়েড ডাকসু ভোটার’ বার্তা প্রদর্শন করবে। এছাড়া হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষরও যাচাই করা হবে।
ক্যাম্পাসে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি এবং সকলকে তা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করেছে।
.png)

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-সংঘাতের কথা প্রায়শ শোনা যায়। তবে মাইকিং করে ভাইকে মারামারিতে আহ্বান জানানোর ঘটনা একটু অভাবনীয়ই। সেই কাজই করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের আব্দুল কদ্দুস মিয়া।
১ ঘণ্টা আগে
আজ শুক্রবার, ঘটনাবহুল ৭ নভেম্বর। দিনটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকে। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার যৌথ অভ্যুত্থানে দেশের ক্ষমতার পটপরিবর্তন ঘটেছিল। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলো বিস্তারিত কর্মসূচি গ্রহণ ক
১ ঘণ্টা আগে
খুলনার পূর্ব রূপসা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিদেশফেরত এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে পূর্ব রূপসার রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে তাঁকে গুলি করা হয়।
২ ঘণ্টা আগে
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। উপদেষ্টা তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে গতকাল বৃহস্পতিবার বলেন, ‘অতিসম্প্রতি মহল বিশেষের পক্ষ থেকে সংঘবদ্ধ অপপ্রচারে বলা হচ্ছে যে, জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়
২ ঘণ্টা আগে