leadT1ad

বরগুনায় একই সময়ে ৪ স্থানে আগুন

বাসস
বাসস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৩: ২২
সোমবার ভোরে চারটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: বাসস

জেলায় একই সময়ে চারটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর ৫টার দিকে বরগুনা শহরের নজরুল ইসলাম সড়কে বেঙ্গল মেশিনারি (পার্টসের দোকান) ও সামনে থাকা গিয়াস উদ্দিনের ভাসমান দোকান, জামাল হোসেনের মুদিদোকান, বাজার সড়কের সুধীর মালাকার ও সিলভার পট্টিতে আবদুল জব্বারের সেলাই মেশিন ও কাপড়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বেঙ্গল মেশিনারির মালিক মো. শামিম বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘ফজরের আজানের পরে আমাদের দোকানের সামনে থাকা প্লাস্টিকের পাইপ ও অন্যান্য মালামালে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন বলেন, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে।

Ad 300x250

সম্পর্কিত