leadT1ad

‘বায়ুদূষণের ভয়াবহ মাত্রা স্বাস্থ্য থেকে খাদ্যনিরাপত্তা—সবকিছুকেই প্রভাবিত করছে’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২১: ৪১
সংগৃহীত ছবি

‘একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো বায়ুদূষণ। আজ বায়ুদূষণ যে মাত্রায় পৌঁছেছে, তা স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা সবকিছুকেই সরাসরি প্রভাবিত করছে।’ গতকাল রোববার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সমঝোতা চুক্তি স্মারক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার এসব কথা বলেন।

আহমদ কামরুজ্জামান মজুমদার আরও বলেন, বায়ুদূষণের স্থায়ী সমাধান আনতে হলে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক গবেষণা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লিন এয়ার ক্লাব গঠন এবং গবেষণা সহযোগিতার উদ্দেশ্যে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের (আইইএসডিএম) মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুসারে বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিন এয়ার ক্লাবের কমিটি গঠন করা হবে। পাশাপাশি ক্যাপস-এর পক্ষ থেকে আইইএসডিএমকে একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন প্রদান করা হয়েছে, যা ক্যাম্পাস ও আশপাশের এলাকার বায়ুমান নিয়মিত মূল্যায়নে কাজ করবে।

চুক্তিতে ক্যাপসের পক্ষে স্বাক্ষর করেন আহমদ কামরুজ্জামান মজুমদার এবং আইইএসডিএমের পক্ষে পরিচালক অধ্যাপক মো. আব্দুল বাতেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাতেন বলেন, ‘এই চুক্তি আমাদের শিক্ষার্থীরা আধুনিক গবেষণা সুবিধা, প্রযুক্তিগত সহায়তা এবং দক্ষ বিশেষজ্ঞদের দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও নীতিনির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি করবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. বদিউজ্জামান খান, অধ্যাপক মো. শাহাদাত হোসেন প্রমুখ।

বিষয়:

বায়ুদূষণ
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত