leadT1ad

রাজধানী ঢাকাসহ সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজধানীর গাবতলী এলাকায় পুলিশেল তল্লাশি। ছবি: আশরাফুল আলম

রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি সম্পন্ন নিয়ন্ত্রণ রয়েছে। আজ সকালে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে এমন তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে জানিয়েছেন, রাজধানীর কোথাও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে—এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ দায়িত্ব পালন করছে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায়।

সকালের দিকে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিভিন্ন অভিযোগে ২২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’ একই ধরনের বক্তব্য দিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন স্ট্রিমকে বলেন, কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা চেষ্টা মতো দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।

ঢাকা ও আশপাশে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত এসব জায়গায় তারা মোতায়েন থাকবে।

তিনি আরও জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরবর্তী কর্মসূচি প্রণয়ন করা হবে।

Ad 300x250

সম্পর্কিত