leadT1ad

গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে কঠোর হওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ প্রেস কাউন্সিলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন তথ্য উপদেষ্টা। ছবি: পিআইডি

গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, বিগত ১৫ বছরে অপতথ্যের ব্যাপকতায় গণমাধ্যমের ওপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে।

আজ সোমবার (২৪ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘জেনেশুনে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। সম্প্রতি ভূমিকম্প সম্পর্কিত সংবাদে সচেতনতা বৃদ্ধির পরিবর্তে কিছু গণমাধ্যম আতঙ্ক (প্যানিক) ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যমের ওপর জনগণের আস্থা না থাকলে যে কেউ ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’ এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রেস কাউন্সিল প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘এটি একটি আধা-বিচারিক (কোয়াসি জুডিশিয়াল) প্রতিষ্ঠান, যা বিগত সরকার অকার্যকর করে রেখেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার একে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। অধিকার রক্ষায় সাংবাদিকদের প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে।’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। এ সময় দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৫০ জন সাংবাদিকের মধ্যে সনদ বিতরণ করা হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত