leadT1ad

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৩: ৩০
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন ও ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

গতকাল রোববার (২০ জুলাই) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্রবার (১৮ জুলাই) ঢাকার ২০টি কেন্দ্রে চিকিৎসকদের জন্য এ বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় তিন হাজার পদের বিপরীতে ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশ নেন।

গত বুধবার (১৬ জুলাই) পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

বিষয়:

বিসিএস
Ad 300x250

সম্পর্কিত