স্ট্রিম প্রতিবেদক
সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘পলিসি ডায়ালগ রিভাইভিং ঢাকা’র রিভারস: পলিসি অপশনস ফর সাস্টেইনেবল ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করা সম্ভব। কারণ ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকাসহ সারাদেশের নদীগুলোর তালিকা তৈরি করছে। যাতে দ্রুত সময়ে এসকল নদীর বর্জ্য অপসারণ করা যায়। ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং ৮টি বিভাগের ৮টি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এসব নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে।
রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সহযোগিতা থাকলে এবং জনগণ এগিয়ে আসলে নদী বাঁচানো অসম্ভব নয় দাবি করে উপদেষ্টা আরও বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ছোটো ছোটো পয়ঃনিষ্কাশন স্থাপন করতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবদুস সামাদ। সেমিনারে আরও বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো. জাকারিয়া, পাবলিক হেলথ স্পেশালিস্ট ড. অনুপম হোসেন ও প্রফেসর মো. জুলফিকার আলী প্রমুখ।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘পলিসি ডায়ালগ রিভাইভিং ঢাকা’র রিভারস: পলিসি অপশনস ফর সাস্টেইনেবল ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করা সম্ভব। কারণ ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকাসহ সারাদেশের নদীগুলোর তালিকা তৈরি করছে। যাতে দ্রুত সময়ে এসকল নদীর বর্জ্য অপসারণ করা যায়। ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং ৮টি বিভাগের ৮টি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এসব নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে।
রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সহযোগিতা থাকলে এবং জনগণ এগিয়ে আসলে নদী বাঁচানো অসম্ভব নয় দাবি করে উপদেষ্টা আরও বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ছোটো ছোটো পয়ঃনিষ্কাশন স্থাপন করতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবদুস সামাদ। সেমিনারে আরও বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো. জাকারিয়া, পাবলিক হেলথ স্পেশালিস্ট ড. অনুপম হোসেন ও প্রফেসর মো. জুলফিকার আলী প্রমুখ।
বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা আরোপের যে খবর প্রচার হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছে কমিশন।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া পূর্ণাঙ্গ শাটডাউনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট, সেই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
৩ ঘণ্টা আগে