leadT1ad

ডাকসুতে থাকছে ব্রেইল ব্যালট পেপার

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২০: ৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। স্ট্রিম ছবি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে কিছু সংখ্যক ব্যালট পেপার ছাপানোর সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল শিক্ষার্থী বা ভোটার ব্রেইল ভোটদানে ইচ্ছুক, তারা কেন্দ্রীয় ছাত্রসংসদের জন্য নির্বাচন কমিশন বরাবর এবং হল সংসদের জন্য আবাসিক হলের রিটার্নিং কর্মকর্তা বরাবর আগামী ২৬ আগস্টের মধ্যে আবেদন অথবা সরাসরি যোগাযোগ করতে পারবেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বিভিন্ন প্যানেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদেরও প্রার্থী হতে দেখা গেছে।

Ad 300x250

যে ছয় মাস আছি, প্রত্যেক জেলায় লিগ্যাল এইডের ব্যবস্থা করে যাব: আইন উপদেষ্টা

মুসলমানি-বাংলা থেকে বাংলাদেশি: ভাষার রাজনৈতিক বিভাজন

রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমান

ভারতের নতুন নিষেধাজ্ঞা বাংলাদেশের পাটশিল্পে মরার ওপর খাঁড়ার ঘা

‘রোহিঙ্গা সংকট স্থবির হয়ে আছে, সমাধানে আঞ্চলিক-আন্তর্জাতিক সক্রিয়তা জরুরি’

সম্পর্কিত