leadT1ad

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাজীপুর

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৩: ৪৮
আগুনের প্রতিকী ছবি

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি টিনশেড তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বেলা ১১টা ৪৫ মিনিটে এ খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার ৪ মিনিট পর, অর্থাৎ ১১টা ৪৯ মিনিটে টঙ্গী, উত্তরা ও গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় অগ্নিনির্বাপণ কাজে কিছুটা বাধার সম্মুখীন হতে হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত