কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ মেইল ও কমিউটার ট্রেন দোলনচাপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর ও নাইনটিন আপ-ডাউনের চলাচল বন্ধ রয়েছে।
স্ট্রিম সংবাদদাতা
রংপুরের পীরগাছায় প্রায় দুই হাজার যাত্রী নিয়ে কমিউটার ট্রেন ‘পদ্মরাগ’ লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ছয়টি বগি লাইনচ্যুত হয়।
এতে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ব্যাহত হয়েছে চার জেলার আংশিক রেল যোগাযোগ। দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে লালমনিরহাট থেকে রওনা হয় উদ্ধারকারী দল। সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা স্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছিল। ক্রসিং শেষে লালমনিরহাটের উদ্দেশে রওনা হওয়ার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইন পরিবর্তনের ৩০০ গজ পর লাইনচ্যুত হয়। ঘটনার পর স্টেশনে জনসমাগম দেখা দিয়েছে।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ মেইল ও কমিউটার ট্রেন দোলনচাপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর ও নাইনটিন আপ-ডাউনের চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে না। এতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সম্পূর্ণ যাত্রী এবং নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আংশিক যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
এদিনে অনেক যাত্রী অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর তাদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরবানু নামে এক যাত্রী জানিয়েছেন, তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য ব্যাগ রেখে গিয়েছিলেন। ফিরে আসার পর দেখেন তাঁর ব্যাগটি আর নেই।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারেল জেনারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সান্তাহার স্টেশন থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করার সময় আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছন থেকে ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহত হয়নি।’
রংপুরের পীরগাছায় প্রায় দুই হাজার যাত্রী নিয়ে কমিউটার ট্রেন ‘পদ্মরাগ’ লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ছয়টি বগি লাইনচ্যুত হয়।
এতে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ব্যাহত হয়েছে চার জেলার আংশিক রেল যোগাযোগ। দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে লালমনিরহাট থেকে রওনা হয় উদ্ধারকারী দল। সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা স্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছিল। ক্রসিং শেষে লালমনিরহাটের উদ্দেশে রওনা হওয়ার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইন পরিবর্তনের ৩০০ গজ পর লাইনচ্যুত হয়। ঘটনার পর স্টেশনে জনসমাগম দেখা দিয়েছে।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ মেইল ও কমিউটার ট্রেন দোলনচাপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর ও নাইনটিন আপ-ডাউনের চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে না। এতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সম্পূর্ণ যাত্রী এবং নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আংশিক যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
এদিনে অনেক যাত্রী অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর তাদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরবানু নামে এক যাত্রী জানিয়েছেন, তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য ব্যাগ রেখে গিয়েছিলেন। ফিরে আসার পর দেখেন তাঁর ব্যাগটি আর নেই।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারেল জেনারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সান্তাহার স্টেশন থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করার সময় আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছন থেকে ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহত হয়নি।’
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জবানবন্দিতে তিনি বলেছেন, এই বিচারের মাধ্যমে নিশ্চিত হোক বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসে। গত ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি যেন আর না হয়।
১ ঘণ্টা আগেভুয়া জুলাই যোদ্ধাদের নাম তালিকায় পাওয়া গেলে তা বাতিল করে নতুন গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেচাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় পুলিশের ৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেরাজশাহী জেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়ার পর ফেসবুকে আগের ছবি ছড়িয়ে তাঁকে ‘আওয়ামী দোসর’ বলার বিরুদ্ধে সংগঠনকে পাশে পাননি কমিটির যুগ্ম-সমন্বয়ক শামীমা সুলতানা মায়া। এ ছাড়া মহানগর কমিটির বিরুদ্ধে জেলা-উপজেলার কমিটি নিয়ন্ত্রণের অভিযোগ তুলে দলের প্রধানের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে