leadT1ad

নিজ গ্রাম কুতুবপুরে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

আজ শনিবার (১৯ জুলাই) হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতেই পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়, পরে কালো পতাকা উত্তোলন করা হয়।

স্ট্রিম প্রতিবেদকনেত্রকোনা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৭: ০১
হুমায়ুন আহমেদের নিজ গ্রাম কুতুবপুরে পালিত হয়েছে তাঁর ১৩তম মৃত্যুবার্ষিকী। স্ট্রিম ছবি

নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নে অবস্থিত প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজ গ্রাম কুতুবপুরে পালিত হয়েছে তাঁর ১৩তম মৃত্যুবার্ষিকী।

আজ শনিবার (১৯ জুলাই) হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতেই পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়, পরে কালো পতাকা উত্তোলন করা হয়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। পরে শোক র‍্যালি ও হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই রাতে তিনি পৃথিবী ছেড়ে যান। আমরা প্রতিবছর এই দিনে স্যারের স্মরণে পবিত্র কুরআন খতম ও কালো পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করি।’

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি ছিলেন একটি আবেগ, এক গভীর অনুভব। তাঁর সৃষ্ট চরিত্রগুলো আজও পাঠকের হৃদয়ে জীবন্ত।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা হুমায়ূন আহমেদকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ ও ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে অংশগ্রহণকারীরা। সবশেষে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ২৩ জুলাই হুমায়ূন আহমেদের মরদেহ দেশে আনা হয় এবং ২৪ জুলাই গাজীপুরের নুহাশ পল্লীর লিচুতলায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Ad 300x250

সম্পর্কিত