আজ শনিবার (১৯ জুলাই) হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতেই পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়, পরে কালো পতাকা উত্তোলন করা হয়।
স্ট্রিম প্রতিবেদক
নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নে অবস্থিত প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজ গ্রাম কুতুবপুরে পালিত হয়েছে তাঁর ১৩তম মৃত্যুবার্ষিকী।
আজ শনিবার (১৯ জুলাই) হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতেই পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়, পরে কালো পতাকা উত্তোলন করা হয়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। পরে শোক র্যালি ও হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই রাতে তিনি পৃথিবী ছেড়ে যান। আমরা প্রতিবছর এই দিনে স্যারের স্মরণে পবিত্র কুরআন খতম ও কালো পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করি।’
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি ছিলেন একটি আবেগ, এক গভীর অনুভব। তাঁর সৃষ্ট চরিত্রগুলো আজও পাঠকের হৃদয়ে জীবন্ত।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা হুমায়ূন আহমেদকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ ও ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে অংশগ্রহণকারীরা। সবশেষে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ২৩ জুলাই হুমায়ূন আহমেদের মরদেহ দেশে আনা হয় এবং ২৪ জুলাই গাজীপুরের নুহাশ পল্লীর লিচুতলায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নে অবস্থিত প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজ গ্রাম কুতুবপুরে পালিত হয়েছে তাঁর ১৩তম মৃত্যুবার্ষিকী।
আজ শনিবার (১৯ জুলাই) হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতেই পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়, পরে কালো পতাকা উত্তোলন করা হয়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। পরে শোক র্যালি ও হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই রাতে তিনি পৃথিবী ছেড়ে যান। আমরা প্রতিবছর এই দিনে স্যারের স্মরণে পবিত্র কুরআন খতম ও কালো পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করি।’
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি ছিলেন একটি আবেগ, এক গভীর অনুভব। তাঁর সৃষ্ট চরিত্রগুলো আজও পাঠকের হৃদয়ে জীবন্ত।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা হুমায়ূন আহমেদকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ ও ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে অংশগ্রহণকারীরা। সবশেষে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ২৩ জুলাই হুমায়ূন আহমেদের মরদেহ দেশে আনা হয় এবং ২৪ জুলাই গাজীপুরের নুহাশ পল্লীর লিচুতলায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ, চিন্তক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর মারা গেছেন। তাঁর ৯৪ বছরের জীবনাবসানের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তৈরি হলো এক অপূরণীয় শূন্যস্থান।
২ ঘণ্টা আগেতথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এটি করতে পারলে গণমাধ্যমের প্রতি মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়েছে, সেটি কেটে যাবে।
২ ঘণ্টা আগেঅবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার পরও তিনি তথ্য গোপন করেছিলেন।
২ ঘণ্টা আগেস্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার সাতজনের সাত দিনের রিমান্ড চেয়ে রোববার রাজবাড়ীর গোয়ালন্দ ও কালুখালী আমলী আদালতের তাঁদের উপস্থাপন করা হয়। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলেও রিমান্ড আবেদন শুনানির তারিখ এখনো নির্ধারণ হয়নি।
২ ঘণ্টা আগে