.png)

স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এত দিন অন্য দেশের এজেন্সিকে বেশি সুযোগ দেওয়া হলেও এখন মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ মোট পাঁচটি কর্মী প্রেরণকারী দেশের জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে অভিন্ন মানদণ্ড ঘোষণা করেছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় মালয়েশিয়ার প্রতিনিধিদল এই সমতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মালয়েশিয়ার পক্ষ থেকে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ বা মানদণ্ডসংক্রান্ত চিঠি পাওয়া গেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং এজেন্ট ঠিক করা হবে। এর ফলে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের লাইসেন্সধারী সব বৈধ এজেন্টের জন্য সমান সুযোগ নিশ্চিত হলো।
বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য মালয়েশিয়া সরকার যে শর্তগুলো দিয়েছে, তার মধ্যে প্রধান কয়েকটি হলো—
১. লাইসেন্স পাওয়ার পর অন্তত ৫ বছর সন্তোষজনকভাবে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
২. গত ৫ বছরে কমপক্ষে ৩ হাজার কর্মী বিদেশে পাঠানোর প্রমাণ থাকতে হবে।
৩. অন্তত ৩টি ভিন্ন দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৪. প্রশিক্ষণ, মূল্যায়ন ও নিয়োগ সংক্রান্ত বৈধ লাইসেন্স থাকতে হবে।
৫. সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছ থেকে সদাচরণের সনদ থাকতে হবে।
৬. জোরপূর্বক শ্রম, মানবপাচার, অর্থপাচার বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না।
৭. নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে—যেখানে আবাসন, কারিগরি প্রশিক্ষণ ও দিকনির্দেশনা মডিউল থাকবে।
৮. অন্তত ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে ইতিবাচক প্রশংসাপত্র থাকতে হবে।
৯. কমপক্ষে ১০ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব স্থায়ী অফিস থাকতে হবে, যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যায়।
১০. পূর্বে মালয়েশিয়া বা অন্য গন্তব্য দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের প্রমাণ থাকতে হবে।
মানদণ্ড পূরণকারী বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদের তালিকাভুক্ত করতে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানাবে।
নির্ধারিত ‘সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদেরকে আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন দাখিল করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এত দিন অন্য দেশের এজেন্সিকে বেশি সুযোগ দেওয়া হলেও এখন মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ মোট পাঁচটি কর্মী প্রেরণকারী দেশের জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে অভিন্ন মানদণ্ড ঘোষণা করেছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় মালয়েশিয়ার প্রতিনিধিদল এই সমতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মালয়েশিয়ার পক্ষ থেকে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ বা মানদণ্ডসংক্রান্ত চিঠি পাওয়া গেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং এজেন্ট ঠিক করা হবে। এর ফলে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের লাইসেন্সধারী সব বৈধ এজেন্টের জন্য সমান সুযোগ নিশ্চিত হলো।
বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য মালয়েশিয়া সরকার যে শর্তগুলো দিয়েছে, তার মধ্যে প্রধান কয়েকটি হলো—
১. লাইসেন্স পাওয়ার পর অন্তত ৫ বছর সন্তোষজনকভাবে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
২. গত ৫ বছরে কমপক্ষে ৩ হাজার কর্মী বিদেশে পাঠানোর প্রমাণ থাকতে হবে।
৩. অন্তত ৩টি ভিন্ন দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৪. প্রশিক্ষণ, মূল্যায়ন ও নিয়োগ সংক্রান্ত বৈধ লাইসেন্স থাকতে হবে।
৫. সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছ থেকে সদাচরণের সনদ থাকতে হবে।
৬. জোরপূর্বক শ্রম, মানবপাচার, অর্থপাচার বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না।
৭. নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে—যেখানে আবাসন, কারিগরি প্রশিক্ষণ ও দিকনির্দেশনা মডিউল থাকবে।
৮. অন্তত ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে ইতিবাচক প্রশংসাপত্র থাকতে হবে।
৯. কমপক্ষে ১০ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব স্থায়ী অফিস থাকতে হবে, যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যায়।
১০. পূর্বে মালয়েশিয়া বা অন্য গন্তব্য দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের প্রমাণ থাকতে হবে।
মানদণ্ড পূরণকারী বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদের তালিকাভুক্ত করতে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানাবে।
নির্ধারিত ‘সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদেরকে আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন দাখিল করার জন্য আহ্বান জানানো হয়েছে।
.png)

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকা থেকে ১২৮ জনের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, কিছু কিছু জুলাই-যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে।
৩৪ মিনিট আগে
সিটি ইউনিভার্সিটির এজাহারে একজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা এক হাজারের অধিক ছাত্রকে আসামি করা হয়েছে। অপর দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার (মঙ্গলবার দিবাগত রাত) বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসনের পক্ষ থেকে লিখিত এজাহার দায়েরের পর সাভার মডেল
৪৩ মিনিট আগে
মহড়ায় নেতৃত্ব দেওয়া আলফাডাঙ্গা থানার এসআই লিয়াকত হোসেন বলেন, ‘আসলে হেলমেট পড়া উচিৎ ছিল। কিন্তু হেলমেটটা পড়লে ওইভাবে আমরা যে মুভ করছি, বুঝা যেত না। গাড়ি-পোশাক দেখেইতো মানুষ পুলিশ সদস্যদের চিনতে পারে।’
২ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক নারী শিক্ষার্থী অন্য মেয়েদের অজান্তে তাঁদের ছবি তুলে তা বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ছাত্রের কাছে পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে