leadT1ad

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৯: ৪৫
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১০: ১৭
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বৈঠকের বিষয়টি জানানো হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার পুত্রজায়াতে দ্বিপাক্ষিক বৈঠক করেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার পুত্রজায়াতে দ্বিপাক্ষিক বৈঠক করেন

বৈঠকে দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি,জ্বালানি সহযোগিতা, শিক্ষা, পর্যটন, বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এর আগে, ড. ইউনূস পুত্রজায়ায় পৌঁছালে তাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্রজায়ায় তাঁর অফিসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্রজায়ায় তাঁর অফিসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করেন

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছান।

Ad 300x250

সম্পর্কিত