leadT1ad

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি আজ

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৪২
হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আজ বুধবার সকালে শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব শুনানির জন্য এ দিন ধার্য করেন। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বনাম বিএম ফাহমিদা আলম ও অন্যান্য নামে বিষয়টি শুনানির জন্য এক নম্বর ক্রমিকে রয়েছে। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের নেতৃত্ব দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। যার ফলে আটকে যায় ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত নিয়মিত সিএমপি বা সিভিল মিসলেনিয়াস পিটিশন (দেওয়ানি বিবিধ আবেদন) না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে। ফলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধার দেয়াল অপসারিত হয়।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা সিএমপি মঙ্গলবার আদালতে দাখিল করা হয়। এরপর সম্পূরক কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য ওঠে এবং শুনানি হয়।

আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন এস এম ফরহাদ, যিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ২৮ আগস্ট রিট করেন ডাকসু নির্বাচনের একজন প্রার্থী বি এম ফাহমিদা আলম। তিনি ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে প্রার্থী। সেই রিটের শুনানি ও আদেশের পথ ধরে বিষয়টি চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের দ্বারস্থ হয়েছে। আপিল বিভাগের শুনানি ও আদেশের ওপরেই নির্ভর করছে, ডাকসু নির্বাচন হবে কি না। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন শিক্ষার্থী প্রার্থী হয়ে মাঠে রয়েছেন, যার মধ্যে আছেন ৬২ জন নারী প্রার্থী।

Ad 300x250

সম্পর্কিত