leadT1ad

উত্তরায় বিমান দুর্ঘটনা: এনসিপির জরুরি সহায়তা নির্দেশ

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৯: ২৮
এনসিপি

উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ ২১ জুলাই নাহিদ ইসলাম জাতীয় যুবশক্তি ও ডক্টর্স উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া এনসিপির সব স্তরের নেতা-কর্মীকে উদ্ধারকাজে সহায়তা, আহত ব্যক্তিদের চিকিৎসায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইউনিটে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার আব্দুল আহাদের সমন্বয়ে মেডিকেল টিম কাজ করছে। তাঁর সেল মোবাইল নম্বর হলো ০১৭৩৭১৪২৬৯৪। এই দলের অন্য সদস্যরা হলেন ডা. মাহমুদা আলম মিতু (০১৭১৫৬৪৮২২৪); ডা. মো. ইউসুফ জামিল তিহান (০১৭১২৭১৪১৬৮), ডা. মনির হোসেন (০১৭৭০৫৯১৫২৯); ডা. মারুফুল ইসলাম (০১৭২৩৫৪১৭৬৭); ডা. সাব্বির আহমেদ (০১৮৮৬৫৮৫৯২৬); এবং মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন।

Ad 300x250

সম্পর্কিত