.png)

স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল–১৫-এর বিচারক চার্জ গঠনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
একই মামলায় অব্যাহতি পেয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন।
শুনানিতে আদালত বলেন, 'মামলার ম্যারিট বিবেচনায় বিশেষ ক্ষমতা আইনের কোনো উপাদান পাওয়া যায়নি। এ কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হলো।'
মামলা থেকে অব্যহতি পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা, নিপীড়নমূলক মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জেলে দিয়েছে। মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়েছে। তেমন একটি মিথ্যা মামলা থেকে আজ অব্যাহতি পেলাম।’
আখতার আরও বলেন, ‘এখনো আমার বিরুদ্ধে কয়েকটি মামলা পেন্ডিং আছে। অন্তর্বর্তীকালীন সরকার বিগত সময়ের কিছু মামলা উইথড্র করেছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখব, বিচার বিশ্লেষণ করে বিগত সময়ে হওয়া সকল মিথ্যা রাজনৈতিক মামলা সরকার প্রত্যাহার করতে যেন আশু পদক্ষেপ গ্রহণ করে।’
এর আগে ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেপ্তার করে।
পরে শাহবাগ থানার এক মামলায় আখতারকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা শাহবাগ থানার মামলাতেও তাঁকে আসামি করা হয়। ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল–১৫-এর বিচারক চার্জ গঠনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
একই মামলায় অব্যাহতি পেয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন।
শুনানিতে আদালত বলেন, 'মামলার ম্যারিট বিবেচনায় বিশেষ ক্ষমতা আইনের কোনো উপাদান পাওয়া যায়নি। এ কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হলো।'
মামলা থেকে অব্যহতি পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা, নিপীড়নমূলক মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জেলে দিয়েছে। মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়েছে। তেমন একটি মিথ্যা মামলা থেকে আজ অব্যাহতি পেলাম।’
আখতার আরও বলেন, ‘এখনো আমার বিরুদ্ধে কয়েকটি মামলা পেন্ডিং আছে। অন্তর্বর্তীকালীন সরকার বিগত সময়ের কিছু মামলা উইথড্র করেছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখব, বিচার বিশ্লেষণ করে বিগত সময়ে হওয়া সকল মিথ্যা রাজনৈতিক মামলা সরকার প্রত্যাহার করতে যেন আশু পদক্ষেপ গ্রহণ করে।’
এর আগে ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেপ্তার করে।
পরে শাহবাগ থানার এক মামলায় আখতারকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা শাহবাগ থানার মামলাতেও তাঁকে আসামি করা হয়। ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।
.png)

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
১২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব ও ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান একই সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, এই দুটি গণআন্দোলনের পেছনের পরিস্থিতির মধ্যে খুব সামান্যই পার্থক্য রয়েছে।
৯ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রোগ্রামে আবশ্যিক বিষয় হিসেবে ‘বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ কোর্স যুক্ত করা হয়েছে।
১১ ঘণ্টা আগে