leadT1ad

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২: ০১
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১২: ২৪
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। স্ট্রিম ছবি

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ৫ম তলায় আগুন লেগেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ১ ঘণ্টার বেশি সময় পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসে‌ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১০টা ৩ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে এক এক করে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সহায়তা করেছে।

আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Ad 300x250

সম্পর্কিত