leadT1ad

তিন দিন উজানে ভারী বৃষ্টি হতে পারে, কয়েক জেলায় বন্যার পূর্বাভাস

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৪: ৪৬
ছবি: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র-বাপাউবোর ওয়েবসাইট থেকে নেওয়া

দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে আগামী তিন দিন (২০ আগস্ট ৯টা থেকে ২৩ আগস্ট ৯টা পর্যন্ত) ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র-বাপাউবো। এর ফলে এই সময়ে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাহুরা, জাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়ে গিয়ে সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আজ বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভারতের দক্ষিণ উড়িষ্যাতে অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল লঘুচাপ হিসেবে ভারতের ছত্তিসগর ও মধ্যপ্রদেশ সংলগ্ন স্থানে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। তবে উজানে ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়েছে।

আগামী তিন বৃষ্টির পূর্বাভাস জানিয়ে তথ্যে বলা হয়েছে, রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। অন্যদিকে তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। তিস্তা নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে; এবং নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুদিন বাড়তে পারে।

চট্টগ্রাম বিভাগের সেলোনিয়া নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে, অন্যদিকে গোমতী, মুহুরী, ফেনী, নোয়াখালী খাল, রহমতখালি খাল, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও উল্লেখ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন এই নদীগুলোর পানি সমতল বাড়তে পারে; এবং ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীগুলোর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পূর্বাভাস কেন্দ্র বলছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে, অন্যদিকে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, ধলাই ও খোয়াই নদীগুলোর পানি সমতল কমেছে। ওই নদীগুলোর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। এই সময়ে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাহুরা, জাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে; এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী দুই দিন কমতে পারে ও পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। যমুনা নদীর পানি সমতল আগামী তিন দিন কমতে পারে ও পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। আর গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে, অন্যদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৫ দিন এই নদীগুলোর পানি সমতল কমতে পারে।

Ad 300x250

সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির সবচেয়ে বড় হুমকিতে চট্টগ্রাম উপকূল

মশা কি পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ?

অসংক্রামক রোগের চিকিৎসায় বিপুল অর্থ বিদেশ চলে যায়: ড. ইউনূস

তিস্তায় ভাসানী সেতু উদ্বোধন, উত্তরের জনপদে খুশির জোয়ার

চট্টগ্রামে যুবলীগ নেতা বাবর ও স্ত্রীর কয়েক কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান, দুদকের মামলা

সম্পর্কিত