leadT1ad

কৃষি ব্লকেড: চার ঘণ্টা ট্রেন আটকে রাখল বাকৃবি শিক্ষার্থীরা

স্ট্রিম সংবাদদাতাময়মনসিংহ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৭: ৩৪
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২১: ১১
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘কৃষি ব্লকেড’ কর্মসূচি। সংগৃহীত ছবি

ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ‘কৃষি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এসময় তাঁরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ উন্মুক্ত করাসহ ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর তিন দফা দাবি জানান।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। পরে দুর্ভোগে পড়া যাত্রী ও রোগীদের অনুরোধে এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন তাঁরা। তবে রেললাইনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।

এরপর আবার দুপুর ১টার দিকে নেত্রকোনাগামী ‘মহুয়া কমিউটার ট্রেন’ আটকে দেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠক আয়োজনের আশ্বাসে পৌনে ৪টায় অবরোধ তুলে নিলে চার ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

তিন দফা দাবি হচ্ছে—

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা বা উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কিংবা এর সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

Ad 300x250

সম্পর্কিত