.png)

স্ট্রিম প্রতিবেদক

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), ডিএমপির যুগ্ম-কমিশনার মো. সালেহ উদ্দিনকে র্যাবের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত মোহাম্মদ রিয়াজুল হককে ঢাকার পুলিশ টেলিকম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জের ডিআইজির (উপ-মহাপরিদর্শক) কার্যালয়ে, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া পিবিআইয়ের বরিশাল জেলার এসপি মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত ডিআইজি আসমা সিদ্দিকা মিলিকে ট্রেনিং ডিটেকটিভ স্কুলে (টিডিএস) ঢাকায় সংযুক্ত করা হয়েছে; ডিএমপির উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার এসপি, চুয়াডাঙ্গার এসপি খন্দকার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), রেলওয়ের এসপি শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পিবিআইয়ের এসপি মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশের এসপি, পিবিআইয়ের এসপি আবু তোরাব মো. শামছুর রহমানকে হাইওয়ে পুলিশে এসপি এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ঢাকার এসপি মো. আমীর খসরুকে ডিএমপির উপকমিশনার করা হয়েছে।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), ডিএমপির যুগ্ম-কমিশনার মো. সালেহ উদ্দিনকে র্যাবের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত মোহাম্মদ রিয়াজুল হককে ঢাকার পুলিশ টেলিকম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জের ডিআইজির (উপ-মহাপরিদর্শক) কার্যালয়ে, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া পিবিআইয়ের বরিশাল জেলার এসপি মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত ডিআইজি আসমা সিদ্দিকা মিলিকে ট্রেনিং ডিটেকটিভ স্কুলে (টিডিএস) ঢাকায় সংযুক্ত করা হয়েছে; ডিএমপির উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার এসপি, চুয়াডাঙ্গার এসপি খন্দকার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), রেলওয়ের এসপি শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পিবিআইয়ের এসপি মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশের এসপি, পিবিআইয়ের এসপি আবু তোরাব মো. শামছুর রহমানকে হাইওয়ে পুলিশে এসপি এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ঢাকার এসপি মো. আমীর খসরুকে ডিএমপির উপকমিশনার করা হয়েছে।
.png)

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ঠেকানোর সাধ্য কারও নেই।’
২ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সাল আলোচিত, ঘটনাবহুল ও অস্থির একটি বছর। একদলীয় বাকশাল গঠনের মধ্য দিয়ে ওই বছরের প্রথম দিকে অন্য সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছুসংখ্যক কর্মকর্তার নেতৃত্বে সংঘটিত হয় একটি রক্তাক্ত সেনা-অভ্যুত্থান। এতে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।
২ ঘণ্টা আগে
রাজশাহীতে চলতি বছরের ১০ মাসে নতুন করে ২৮ জনের দেহে এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই পুরুষ। এ ছাড়া একজন আছেন তৃতীয় লিঙ্গের। আর এই সময়ের মধ্যে নিরাময় অযোগ্য ব্যাধিটিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-সংঘাতের কথা প্রায়শ শোনা যায়। তবে মাইকিং করে ভাইকে মারামারিতে আহ্বান জানানোর ঘটনা একটু অভাবনীয়ই। সেই কাজই করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের আব্দুল কদ্দুস মিয়া।
৪ ঘণ্টা আগে