leadT1ad

খুলনায় বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে যুবককে গুলি ও গলা কেটে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮: ৩৮
খুলনায় বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে যুবককে গুলি ও গলা কেটে হত্যা। স্ট্রিম ছবি

খুলনায় বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে এবং করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটে।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন হাওলাদার রাতে স্ট্রিমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে আলাউদ্দিন ও তার স্ত্রী ঘরের বারান্দার সিঁড়ির ওপর বসে কথা বলছিলেন। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। দুটি গুলি তার বুকে ও পেটে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলে আলাউদ্দিনের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে জানান এসআই সুমন। তিনি বলেন, ‘সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এলে সুরতহাল করা হবে।’

সুমন জানান, নিহত যুবক দীর্ঘদিন মাদক মামলায় কারাগারে ছিলেন। ১০ দিন আগে কারাগার থেকে বের হন।

এদিকে নিহতের স্ত্রী নারগিস বেগম জানান, সন্ধ্যায় স্বামীর সঙ্গে বসে ছিলেন তিনি। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে প্রথমে আলাউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আলাউদ্দিন মাটিতে লুটিয়ে পড়ার পর তার পা চেপে ধরে একজন গলায় ছুরি দিয়ে আঘাত করে এবং পরে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে।

নারগিসের দাবি, হামলাকারীদের মধ্যে একরাম, ইয়াসিনসহ আরও স্থানীয় আরও কয়েকজন ছিলেন, যাদের সঙ্গে পূর্বশত্রুতা ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় রাতে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলাউদ্দিন মৃধার বুকে ও পেটে গুলি লেগেছে। তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তবে পুলিশের অপরাধ বিভাগের সদস্যরা না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তার শরীরের কোথায় গুলি লেগেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকব্যবসা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত