leadT1ad

শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শহীদ মিনারে রাখা হবে বদরুদ্দীন উমরের মরদেহ

সকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত বদরুদ্দীন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবে।

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৪৪
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০৫
লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর। ছবি: সংগৃহীত

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমরের মরদেহ শহীদ মিনারে রাখা হবে।

আজ সোমবার (৭ আগস্ট) সকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত বদরুদ্দীন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বেলা দেড়টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সম্পন্ন করা হবে।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রবিবার সকালে তাঁকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়; তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

বদরুদ্দীন উমরের মৃত্যুতে দেশের শিক্ষাবিদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

Ad 300x250

সম্পর্কিত