স্ট্রিম প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইলেকশনের আগে আমরা অন্যান্য বাহিনীকেও প্রশিক্ষণ দিবো। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন হলে প্রশিক্ষণের উদ্বোধন হবে। সেনাবাহিনী, বিজিবি, আনসারকে আমরা অনুরোধ করেছি। ’
তিনি বলেন, ‘ইলেকশনে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি। আগে প্রতিটি ভোট কেন্দ্রে দশজন আনসার থাকতেন যাঁদের হাতিয়ার থাকে না, আর দুজন থাকেন যাদের হাতিয়ার থাকে। প্রিজাইডিং অফিসারর নিরাপত্তার দায়িত্বে এখন আরেকজন বাড়িয়ে দিবো । পুলিশ সব জায়গায় দুজন করে, আবার কোনো জায়গায় তিনজন করে থাকবে। সেনাবাহিনী তো মোবাইলে (ভ্রাম্যমাণ অবস্থায়) থাকবে। বিজিবি, র্যাব, এবিপিএন সবাই তো থাকবে। এবার শুধু আমরা সেনাবাহিনী না বিমানবাহিনী ও নৌবাহিনীসহ সবাইকে কাজে লাগাব।’
২০২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অনেক কর্মকর্তা এখনো কর্মস্থলে অনুপস্থিত আছেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের পুলিশ কর্মকর্তা যাঁরা অনুপস্থিত আছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি। এর আগে ৪ হাজারের বেশি পুলিশ ট্রেনিং করে বের হয়ে গেছেন। এখন একটা ব্যাচ এখনো ট্রেনিং করতেছেন। আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাবে।’
অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে গুলি করলেও সব অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি। এ ছাড়া এখনো থানা লুটের সব অস্ত্রও উদ্ধার হয়নি। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধারে আপনারা (সাংবাদিকরা) তথ্য দিয়ে ভূমিকা পালন করছেন, আমরা আশা করি আপনারা এটা আবারও করবেন। আমরা আপনাদের তথ্য গোপন করব। ইনফরমেশনের ভিত্তিতে অস্ত্র উদ্ধার হলে আপনাদের পুরস্কৃত করা হবে। একেকজনের একেক মত থাকবে। এটাই তো গণতন্ত্রের একটা বিউটি। আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। এতে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব।’
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নুরের ওপর হামলার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নুরুল হক নুরের ওপর আক্রমণটা দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা। উনার উপর আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এই দোয়া করি।’
সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা সব জায়গায় তো আইনশৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না। আমি আশা করি শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে এই সমাধান করবে। ’
সিলেটের ভোলাগঞ্জে পর্যটনকেন্দ্র থেকে সাদাপাথর লুট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাদাপাথর হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায়। প্রতিবেদনটা যাবে ওদের কাছে। উনাদের কাছ থেকে হয়তো আমরা জানতে পারব। কিন্তু আমি এ ব্যাপারে এখন পর্যন্ত জানি না। এ জন্য কিছু বলতে পারব না। আপনারা সাদাপাথরের এই যে ইনফরমেশন দিয়ে যাচ্ছেন এ জন্য আপনাদের ধন্যবাদ।’
জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইলেকশনের আগে আমরা অন্যান্য বাহিনীকেও প্রশিক্ষণ দিবো। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন হলে প্রশিক্ষণের উদ্বোধন হবে। সেনাবাহিনী, বিজিবি, আনসারকে আমরা অনুরোধ করেছি। ’
তিনি বলেন, ‘ইলেকশনে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি। আগে প্রতিটি ভোট কেন্দ্রে দশজন আনসার থাকতেন যাঁদের হাতিয়ার থাকে না, আর দুজন থাকেন যাদের হাতিয়ার থাকে। প্রিজাইডিং অফিসারর নিরাপত্তার দায়িত্বে এখন আরেকজন বাড়িয়ে দিবো । পুলিশ সব জায়গায় দুজন করে, আবার কোনো জায়গায় তিনজন করে থাকবে। সেনাবাহিনী তো মোবাইলে (ভ্রাম্যমাণ অবস্থায়) থাকবে। বিজিবি, র্যাব, এবিপিএন সবাই তো থাকবে। এবার শুধু আমরা সেনাবাহিনী না বিমানবাহিনী ও নৌবাহিনীসহ সবাইকে কাজে লাগাব।’
২০২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অনেক কর্মকর্তা এখনো কর্মস্থলে অনুপস্থিত আছেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের পুলিশ কর্মকর্তা যাঁরা অনুপস্থিত আছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি। এর আগে ৪ হাজারের বেশি পুলিশ ট্রেনিং করে বের হয়ে গেছেন। এখন একটা ব্যাচ এখনো ট্রেনিং করতেছেন। আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাবে।’
অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে গুলি করলেও সব অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি। এ ছাড়া এখনো থানা লুটের সব অস্ত্রও উদ্ধার হয়নি। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধারে আপনারা (সাংবাদিকরা) তথ্য দিয়ে ভূমিকা পালন করছেন, আমরা আশা করি আপনারা এটা আবারও করবেন। আমরা আপনাদের তথ্য গোপন করব। ইনফরমেশনের ভিত্তিতে অস্ত্র উদ্ধার হলে আপনাদের পুরস্কৃত করা হবে। একেকজনের একেক মত থাকবে। এটাই তো গণতন্ত্রের একটা বিউটি। আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। এতে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব।’
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নুরের ওপর হামলার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নুরুল হক নুরের ওপর আক্রমণটা দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা। উনার উপর আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এই দোয়া করি।’
সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা সব জায়গায় তো আইনশৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না। আমি আশা করি শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে এই সমাধান করবে। ’
সিলেটের ভোলাগঞ্জে পর্যটনকেন্দ্র থেকে সাদাপাথর লুট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাদাপাথর হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায়। প্রতিবেদনটা যাবে ওদের কাছে। উনাদের কাছ থেকে হয়তো আমরা জানতে পারব। কিন্তু আমি এ ব্যাপারে এখন পর্যন্ত জানি না। এ জন্য কিছু বলতে পারব না। আপনারা সাদাপাথরের এই যে ইনফরমেশন দিয়ে যাচ্ছেন এ জন্য আপনাদের ধন্যবাদ।’
তবে এ উদ্যোগের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে সমালোচকরা মনে করেন।
১ ঘণ্টা আগেপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা তাঁর নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে, প্রয়োজনে তাঁর ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো সমাধান করবে সরকার।
১ ঘণ্টা আগেগোলাম রব্বানী বলেন, ‘পেজগুলোর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে সবচেয়ে বেশি।’
১ ঘণ্টা আগেতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যরা তাঁদের পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
২ ঘণ্টা আগে