leadT1ad

হাসিনার রায় ঘিরে অস্থিতিশীলতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৫: ০৭
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায়কে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও মন্তব্য করেন, সকলের সহযোগিতা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির কারণে রাস্তাঘাট ফাঁকা থাকা এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘রাস্তা ফাঁকা না। যদি ফাঁকা থাকত, তাহলে আপনারা এখানে কীভাবে এসেছেন? যান চলাচল স্বাভাবিক আছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে অনেক কিছু প্রচার করলে ঘটনা বড় মনে হয়। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাটো দু-একটি ঘটনা ঘটেছে, যা আপনারা গণমাধ্যমে দেখেছেন, আমিও দেখেছি। আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি। আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবার সহযোগিতা থাকলে অবশ্যই তাকে ফিরিয়ে আনা সহজ হবে।’

দেশের কৃষি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, চলতি মৌসুমে আমনের ফলন ভালো হয়েছে। সরকার ধানের দামও নির্ধারণ করে দিয়েছে। তিনি বলেন, ‘আমন ধানের কেজি ৩৪ টাকা, আতপ চাল ৩৯ টাকা এবং সিদ্ধ চালের কেজি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সবজির উৎপাদনও খুবই ভালো।’

উপদেষ্টা বলেন, বাজারে সবজির দাম যৌক্তিক পর্যায়ে রয়েছে। তবে তিনি আলু চাষিদের লোকসানের কথা উল্লেখ করে বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, এবার আলু চাষিরা বড় ধরনের মার খেয়েছেন। তারা ভালো দাম পাননি। এ কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

পেঁয়াজের বাজার স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এবার পেঁয়াজ আমদানি করতে হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই।’ পেঁয়াজ আমদানির জন্য দুই হাজারের বেশি আবেদন জমা পড়লেও কৃষকদের স্বার্থ রক্ষায় আমদানি করা হবে না বলে তিনি জানান। উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কিছু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করছে। আমরা সবাই সচেষ্ট থাকলে তারা সফল হবে না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত