leadT1ad

অবশেষে রাকসু ভোটার তালিকায় নাম উঠলো প্রথমবর্ষের শিক্ষার্থীদের, হতে পারবে প্রার্থীও

স্ট্রিম সংবাদদাতারাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। স্ট্রিম ছবি

বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। তারা চাইলে প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এ কারণে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে আরও একদিন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসু নির্বাচন কমিশনারদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য, সকল বর্ষের শিক্ষার্থী যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ভোটার তালিকা প্রস্তুতির সময় প্রথম বর্ষের শিক্ষার্থীদের রোল নম্বর এবং হল অ্যাটাচমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এজন্য তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে এই জটিলতা সমাধান করে তাদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ৩১ আগস্ট প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে শাখা ছাত্রদল অবস্থান কর্মসূচির পালন করে এবং এক পর্যায়ে ভাঙচুর চালায়। পরে ছাত্রদল ও সাবেক সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয় প্রায় ১০ জন।

Ad 300x250

কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ এক হলো

তারেক রহমানের দেশে ফেরা তাঁর নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাবি শিক্ষকদের নিয়ে গঠিত হচ্ছে স্বতন্ত্র পর্যবেক্ষক প্যানেল

ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি, পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারবেন না শিক্ষার্থী-শিক্ষকেরাও

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে জিডি করা লাগবে না

সম্পর্কিত