.png)

স্ট্রিম সংবাদদাতা

বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। তারা চাইলে প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এ কারণে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে আরও একদিন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসু নির্বাচন কমিশনারদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য, সকল বর্ষের শিক্ষার্থী যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।”
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ভোটার তালিকা প্রস্তুতির সময় প্রথম বর্ষের শিক্ষার্থীদের রোল নম্বর এবং হল অ্যাটাচমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এজন্য তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে এই জটিলতা সমাধান করে তাদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ৩১ আগস্ট প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে শাখা ছাত্রদল অবস্থান কর্মসূচির পালন করে এবং এক পর্যায়ে ভাঙচুর চালায়। পরে ছাত্রদল ও সাবেক সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয় প্রায় ১০ জন।

বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। তারা চাইলে প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এ কারণে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে আরও একদিন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসু নির্বাচন কমিশনারদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য, সকল বর্ষের শিক্ষার্থী যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।”
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ভোটার তালিকা প্রস্তুতির সময় প্রথম বর্ষের শিক্ষার্থীদের রোল নম্বর এবং হল অ্যাটাচমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এজন্য তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে এই জটিলতা সমাধান করে তাদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ৩১ আগস্ট প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে শাখা ছাত্রদল অবস্থান কর্মসূচির পালন করে এবং এক পর্যায়ে ভাঙচুর চালায়। পরে ছাত্রদল ও সাবেক সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয় প্রায় ১০ জন।
.png)

বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ২০২৫ আসর শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়।
১০ মিনিট আগে
জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও পুলিশসহ
১৭ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা জেলা পুলিশের এই তল্লাশি কার্যক্রম চলতে দেখা যায়।
২৫ মিনিট আগে
গোপালগঞ্জের গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের একটি পিক-আপভ্যানের বেশ কিছু অংশ।
৩৪ মিনিট আগে